লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার পর দেশটিতে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। এই পাল্টাপাল্টি হামলা তেল আবিব ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা সীমান্তের ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে।

এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী গোলা ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনা রেডিও।

ইসরায়েলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে, তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে হামলা চালিয়েছে, বলেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

সীমান্তের ওপার থেকে রকেট ছোড়ার জন্য কারা দায়ী, তা বলেনি ইসরায়েল।

রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ল ব নন ল ব নন র ইসর য় ল

এছাড়াও পড়ুন:

‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে’

লাইট-ক্যামেরা-অ্যাকশন এই শব্দত্রয়ীকে ঘিরেই তাদের শিল্পী জীবন। এর বাইরেও যে তারা আট-দশজন মানুষ থেকে আলাদা নয়, তাদের যে ইচ্ছা হয়, সুযোগ পেলে ছেলেমানুষিতে ওঠার, তার প্রমাণ মিলল আরও একবার। যখন দেখা গেল, এক চিলতে অবসর পেয়ে উল্লাসে মেতে উঠেছেন দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ।

সম্প্রতি রাজধানীর অদূরে পুবাইলে ‘একান্নবর্তী’ নাটকের শুটিংয়ের ফাঁকে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন তারা। ছবিটি গতকাল ফেসবুকবন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন চিত্রলেখা গুহ। ক্যাপশনে ছন্দ মিলিয়ে লিখেছেন, ‘বয়স রাখলাম সিন্দুকে, যে যাই বলুক নিন্দুকে; মন আমাদের উনিশ-কুড়ি, মাটিতে পা আকাশে উড়ি...’। 

মা চরিত্রে অনবদ্য অভিনয় করছেন দিলারা জামান, সাবেরী আলম ও চিত্রলেখা গুহ। আসছে ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন তারা। তাদের কাজের ব্যস্ততা থাকবে চাঁদ রাত পর্যন্ত। 

সম্পর্কিত নিবন্ধ