বাড়ি ফেরার পথে মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে ইউপি সদস্য নিহত
Published: 22nd, March 2025 GMT
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে বট গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে লালবাগ-ভেন্ডাবাড়ি সড়কের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম আবু তালেব (৫৫)। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবু তালেব মোটরসাইকেল চালিয়ে রানীপুকুর এরশাদ মোড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে শুকুরেরহাট কাশিমবাজার এলাকায় মোড় ঘুরাতে গিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত সড়ক দ র ঘটন সদস য
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, আসামি আবদুল মালেক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন মালেক। তার বিরুদ্ধে তুরাগ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর দুটি ধারায় তাকে ১৫ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালত।
এদিকে তার বিরুদ্ধে দুদকের আরেক মামলার রায় ঘোষণার জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন।