আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালন করলো এনসিসি ব্যাংক
Published: 22nd, March 2025 GMT
সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতে অর্ন্তভূক্তির লক্ষ্যে প্রতিপাদ্য নিয়ে আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৫ পালন করলো এনসিসি ব্যাংক। এ উপলক্ষ্যে বুধবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেল এর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২২ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক এম.
এ সময়, ডিজিটাল প্লাটফর্মে দিবসটির প্রতিপাদ্য বিষয়ের আলোকে ব্যাংকের কৌশল নিয়ে আলোচনায় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ সকল শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষক, নিন্ম আয়ের জনগোষ্ঠী, ছাত্র, নারী উদ্যেক্তা, যুবসমাজ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে ব্যাংকিং সেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তাদের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি শাখা প্রধানদের এই বিষয়ে কিছু কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেন। এই লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা প্রদান গ্রাহক বান্ধব করার জন্য গুরুত্ব আরোপ করেন।
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আর থ ক এসভ প এনস স
এছাড়াও পড়ুন:
নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র্যাব ডিজি
নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এদিন সকালে র্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
র্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে।
এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।