২০২৫ আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। আগের আসরগুলোতে ধারাভাষ্য দিলেও এবার বিসিসিআইয়ের তালিকায় তার নাম নেই।  

ভারতীয় সংবাদমাধ্যম ‘মাই খেল’ জানিয়েছে, কিছু ক্রিকেটারের অভিযোগের পর পাঠানকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত রোষে ধারাভাষ্যে খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ইরফান। এমনকি একজন তারকা ক্রিকেটার তার নম্বরও ব্লক করে রেখেছেন বলে জানা গেছে।  

সূত্র বলছে, পাঠানের ‘অ্যাটিটিউড’ ও ধারাভাষ্যে পক্ষপাতদুষ্ট বিশ্লেষণ বিসিসিআই ভালোভাবে নেয়নি। এর আগেও ক্রিকেটারদের অভিযোগে বাদ পড়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলে। এবারের ধারাভাষ্যকার তালিকায় আছেন গাভাস্কার, শেবাগ, হরভজন, ধাওয়ান, ডি ভিলিয়ার্সসহ অনেক সাবেক তারকা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইরফ ন প ঠ ন

এছাড়াও পড়ুন:

স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়েছে স্বামী

গাজীপুর কালিয়াকৈরের একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার গবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়েছে স্বামী। 

নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের কন্যা সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে। তার কোনো পেশা ছিল না এবং তিনি নেশার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর গবিন্দবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে নাজমুল ইসলাম বসবাস করতেন। অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। গত শনিবার রাত অনুমানিক সাড়ে ১১ টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হয়ে গেলেও তারা ঘুম থেকে না উঠায় সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকে। কোনো সারা শব্দ না পেয়ে স্বজনরা ঘরের পেছন দিকের জানালা টেনে ফাঁকা করে দেখেন নাজমুলের লাশ ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পর্কিত নিবন্ধ