ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে গোলা ও বিমান হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করা হয়েছে। 

শনিবার ইসরায়েলে রকেট হামলা চালায় লেবানন। গত ডিসেম্বরের পর এই প্রথম বৈরুত থেকে ইসরায়েলের মেটুলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলা-পাল্টা হামলার ফলে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটলো। গত বছরের সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি আক্রমণে  হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, এর অনেক যোদ্ধা এবং এর অস্ত্রাগারের বেশিরভাগ অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।

গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েল কার্যকরভাবে পৃথক যুদ্ধবিরতি বাতিল করার পর শনিবার ইসরায়েলে হামলা শুরু লেবানন। কারণ হিজবুল্লাহ ও হামাস উভয়ই ইসরায়েলের চিরশত্রু ইরান সমর্থিত।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ভোরে জানিয়েছে, তারা সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরে লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে।

রকেট হামলার প্রতিশোধ হিসেবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ‘লেবাননের কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে’ জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির যুদ্ধবিধ্বস্ত দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান ও কামান হামলা হয়েছে, যার মধ্যে লেবাননের ভূখণ্ডের প্রায় ৮ কিলোমিটার (৫ মাইল) ভিতরে সীমান্তবর্তী শহর এবং পাহাড়ের চূড়াও রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, সীমান্তের কাছে দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ব নন র ইসর য় ল ইসর য র ইসর

এছাড়াও পড়ুন:

ঈদ আনন্দমেলায় রুনা লায়লা 

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা টিভি আয়োজনে খুব কমই গান করেন। তবে যে কোনো উৎসব আয়োজনে তাঁকে পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে তাঁর গান।

গত বছর প্রথমবারের মতো আনন্দমেলায় গান করেছিলেন রুনা লায়লা। ওই আয়োজনে নন্দিত কণ্ঠশিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই প্রজন্মের আরও চার শিল্পী– দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। এটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দমেলায় তিনি একাই গাইবেন। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’ গানটি। আগামীকাল ২৪ মার্চ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র। 

জানা গেছে, রুনা লায়লার পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকা হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। এর আগে ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর ফিরলেন তিনি। ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান সমকালকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তাঁর উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শক প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।’

সম্পর্কিত নিবন্ধ