জিমেইল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এত দিন জিমেইলে নির্দিষ্ট শব্দ বা ই–মেইল ঠিকানা লিখে অনুসন্ধান করলে ইনবক্সে জমা হওয়ার সময় অনুযায়ী সংশ্লিষ্ট ই–মেইলগুলো দেখা যেত। এর ফলে সুনির্দিষ্ট তথ্য দ্রুত জানতে ভোগান্তিতে পড়তেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইল সার্চে অনুসন্ধান ফলাফল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল।
এক ঘোষণায় গুগল জানিয়েছে, জিমেইলে এআইভিত্তিক স্মার্ট সার্চ–সুবিধা চালু করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলের ইনবক্সে কিওয়ার্ডের ভিত্তিতে ই–মেইল সাজানো হবে না। সম্প্রতি পাঠানো ই–মেইলের পাশাপাশি নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের পাঠানো ই–মেইলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে অনুসন্ধানের সময় কাঙ্ক্ষিত ই–মেইলগুলো দ্রুত খুঁজে পাওয়া যাবে।
আরও পড়ুনজিমেইলে সময়মতো প্রাপকের কাছে ই–মেইল না পৌঁছানোর ৫ কারণ২২ অক্টোবর ২০২৪জিমেইল সার্চের নতুন এ সুবিধা ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ব্যবহার করা যাবে। সুবিধাটি চালু হলে সার্চ ফলাফলের ওপরে ‘মোস্ট রিলেভেন্ট’ ও ‘মোস্ট রিসেন্ট’ নামের দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী অপশন দুটি পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫জিমেইলের স্মার্ট সার্চ–সুবিধা প্রাথমিকভাবে জিমেইলের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে করপোরেট ও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
চ্যানেল যখন অ্যাপে
সারাবিশ্বেই সক্রিয় অ্যাপ হিসেবে তুমুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে গ্রাহক খুলতে পারবেন বিশেষ চ্যানেল। ব্যক্তিগতভাবে জরুরি আপডেট পৌঁছে দিতে যা কাজ করে। গ্রাহক যাকে ফলো করবেন, তা অন্য ফলোয়াররা দেখতে পাবেন না। ফিচারটি উদ্যোক্তা ও ফলোয়ার– দুই তরফের ব্যক্তিতথ্য সুরক্ষিত রাখবে বলে মেটার দাবি। হোয়াটসঅ্যাপ চ্যানেল পাওয়া যাবে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে। এখানেই গ্রাহক সেসব চ্যানেল ও তাদের পোস্ট দেখতে পাবেন। যাদের তারা ফলো করেন বা ফলো করতে চান। চ্যানেলের আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। ইতোমধ্যে ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমে সক্রিয়। প্রথমে অ্যাপ খুললেই স্ক্রিনের ঠিক ওপরের দিকে ‘আপডেটস’ নামক অপশন দৃশ্যমান হবে। অপশনে রয়েছে চ্যানেলের তালিকা, আগ্রহীরা যেসব চ্যানেল ফলো করার সুযোগ পাবেন। চ্যানেল ফলো করতে গেলে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা চ্যানেলের নামের পাশেই থাকে। প্রোফাইলটি দেখতে চাইলে ওই চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে। চ্যানেলের যে কোনো আপডেটে অ্যাপের ডিফল্ট ইমোজি ব্যবহার করে রিঅ্যাক্ট করা যাবে। তার জন্য মেসেজ প্রেস করে হোল্ড করলে কাজটি হয়ে যাবে।