জিমেইল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এত দিন জিমেইলে নির্দিষ্ট শব্দ বা ই–মেইল ঠিকানা লিখে অনুসন্ধান করলে ইনবক্সে জমা হওয়ার সময় অনুযায়ী সংশ্লিষ্ট ই–মেইলগুলো দেখা যেত। এর ফলে সুনির্দিষ্ট তথ্য দ্রুত জানতে ভোগান্তিতে পড়তেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইল সার্চে অনুসন্ধান ফলাফল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল।
এক ঘোষণায় গুগল জানিয়েছে, জিমেইলে এআইভিত্তিক স্মার্ট সার্চ–সুবিধা চালু করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলের ইনবক্সে কিওয়ার্ডের ভিত্তিতে ই–মেইল সাজানো হবে না। সম্প্রতি পাঠানো ই–মেইলের পাশাপাশি নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের পাঠানো ই–মেইলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে অনুসন্ধানের সময় কাঙ্ক্ষিত ই–মেইলগুলো দ্রুত খুঁজে পাওয়া যাবে।
আরও পড়ুনজিমেইলে সময়মতো প্রাপকের কাছে ই–মেইল না পৌঁছানোর ৫ কারণ২২ অক্টোবর ২০২৪জিমেইল সার্চের নতুন এ সুবিধা ওয়েব সংস্করণের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ব্যবহার করা যাবে। সুবিধাটি চালু হলে সার্চ ফলাফলের ওপরে ‘মোস্ট রিলেভেন্ট’ ও ‘মোস্ট রিসেন্ট’ নামের দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী অপশন দুটি পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫জিমেইলের স্মার্ট সার্চ–সুবিধা প্রাথমিকভাবে জিমেইলের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে করপোরেট ও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গুগল।
সূত্র: ম্যাশেবল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
জিমেইলে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলবেন যেভাবে
দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। এর ফলে প্রয়োজনের সময় জিমেইল ইনবক্স থেকে গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকায় অপ্রয়োজনীয় ই–মেইল জমতে থাকলে দ্রুতই গুগল ক্লাউডের জায়গার সংকট দেখা দেয়। তবে চাইলেই জিমেইলের ইনবক্সে থাকা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো একসঙ্গে মুছে ফেলে এ সমস্যার সমাধান করা সম্ভব। জিমেইলে একসঙ্গে একাধিক ই-মেইল মুছে ফেলার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক—
নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব ই-মেইল মুছে ফেলানিজেদের পণ্য বা সেবার প্রচারণার জন্য একই ই-মেইল ঠিকানা থেকে নিয়মিত ই-মেইল পাঠিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। ই-মেইলগুলো একসঙ্গে মুছে ফেলার জন্য জিমেইলের ওপরে থাকা সার্চ বক্সে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা লিখতে হবে। এরপর এন্টার চাপলে জিমেইলের ইনবক্সে প্রেরকের পাঠানো সব ই-মেইল দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ঠিকানা থেকে আসা সব ই-মেইল মুছে যাবে।
আরও পড়ুনজিমেইলে ই-মেইল শিডিউল করে রাখবেন যেভাবে১৩ ফেব্রুয়ারি ২০২৫নির্দিষ্ট তারিখের আগের ই-মেইল মুছে ফেলানির্দিষ্ট তারিখের আগের সব ই-মেইল একসঙ্গে মুছে ফেলা যায় জিমেইলে। এ জন্য জিমেইলে প্রবেশ করে ওপরে থাকা সার্চ বক্সে ইংরেজিতে Before: লিখে প্রথমে বছর এরপর মাস এবং শেষে নির্দিষ্ট দিন উল্লেখ করতে হবে। অর্থাৎ ২০২২ সালের ৩১ ডিসেম্বরের আগের ই-মেইলগুলো মুছে ফেলার জন্য Before: 2022/12/31 লিখে এন্টার বাটনে ক্লিক করলেই জিমেইলের ইনবক্সে শুধু পুরোনো ই-মেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪রিড বা আনরিড ই-মেইল মুছে ফেলাপড়া হয়েছে বা পড়া হয়নি, এমন ই-মেইল মুছে ফেলতে সার্চ বক্সে ইংরেজিতে label: read অথবা label: unread লিখলেই জিমেইলের ইনবক্সে নির্দিষ্ট ই-মেইলগুলো দেখা যাবে। এবার ওপরে থাকা চেক বক্স থেকে ই-মেইলগুলো নির্বাচন করে ডিলিট বাটনে ক্লিক করলে একসঙ্গে সব ই-মেইল মুছে যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে