বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। 

শনিবার (২২ মার্চ) সকালে টেপারবিল এলাকায় গহীন বনে প্রথমে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয়রা। বিকেলে বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বনবিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। আগুন যেন বনের ব্যাপক এলাকাজুড়ে ছড়াতে না পারে সেজন্য ওই স্থানের চারপাশে ফায়ারলাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, “শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

সুন্দরবন সংলগ্ন ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, “সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, “ঘটনাস্থলের আশেপাশে পানির কোন উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুনের উৎস পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট পৌঁছেছে।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর আগুনের বিস্তৃতি বা কী অবস্থা সে বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

ঢাকা/শহিদুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বন ব ভ গ র স ন দরবন কর মকর ত

এছাড়াও পড়ুন:

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়িসংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (২৩ মার্চ) সকালে বন বিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ সকালে ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ রাইজিংবিডিকে বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও শনিবার রাত ৯টা থেকে বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বন রক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফলে সকালের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।”

আজ সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ন্ত্রণে আসা আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা সেই বিষয়ে কাজ করছে।  

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে কলমতেজি টহল ফাঁড়িসংলগ্ন বনে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

ঢাকা/শহিদুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • রাতভর চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
  • পানি সংকটে শুরু হয়নি সুন্দরবনের ভেতর আগুন নেভানোর কাজ
  • সুন্দরবনের গহীনে আগুন, পানি সংকট
  • সুন্দরবনের গহীন বনে আগুন, পানি সংকট
  • খুঁজতে গিয়ে দেখেন ছাগলটি অজগরের কবলে, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত
  • শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
  • শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার