মাদক সেবনের টাকা না দেওয়ায় নোবিপ্রবি শিক্ষার্থীকে মারধর
Published: 22nd, March 2025 GMT
মাদক সেবনের টাকা না দেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তাফহিমুল আদিব বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। অভিযুক্ত মো. রিয়াজ নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (২১ মার্চ) নোয়াখালীতে সোনাপুরে বাসায় ফেরার পথে এ মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী তাফহিমুল আদিব নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন।
আরো পড়ুন:
নোবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
নোবিপ্রবিতে ২০ মার্চ থেকে ছুটি শুরু, বন্ধ থাকবে হল
অভিযোগে ভুক্তভোগী বলেন, “একাডেমিক কেয়ার থেকে সোনাপুর বাসায় ফেরার পথে আসামী আমাকে ডেকে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র প্রদর্শন করে আমার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও বিকাশ থেকে মোট তিন ধাপে ৬ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।
ভুক্তভোগী আরো বলেন, “আমার সঙ্গে থাকা সব টাকা উত্তোলন করে নিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ছিনতাইকারী। পরক্ষণে আমার পরিচিত বড় ভাইকে নিয়ে তার সঙ্গে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হয়। কিন্তু সে মামলার সাক্ষীদেরও এলোপাথাড়ি মারধর করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। সে আমাকে এবং সাক্ষীদেরকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, “আমি সুধারাম থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি, উনারা ব্যবস্থা নিবেন। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে আমরা সবরকম সহযোগিতা করব।”
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল বলেন, “আমি অভিযোগটা পেয়েছি। অভিযোগের বিষয়ে আমাদের একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ব প রব ম রধর
এছাড়াও পড়ুন:
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ঘটনাটি ঘটে। এসময় এসসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. তাসনীম জারা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চের সামনে বসা নিয়ে হঠাৎ ক্ষিপ্ত হন কয়েকজন নেতা। কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এসময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাদের হেনস্তা করেন এনসিপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে ইফতার না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সাংবাদিকরা।
আরো পড়ুন:
মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
ডিএসইসি’র ইফতার বৃহস্পতিবার
ইফতার শেষে এ বিষয়ে জানতে যোগাযোগ করলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এহতেশামুল হক বলেন, “রাতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ