কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস এজেন্টের কার্যকারিতা উন্নত করতে নতুন অডিও মডেল তৈরি করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রাথমিকভাবে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা মডেলটি কাজে লাগিয়ে এআই ভয়েস এজেন্টগুলোয় বাস্তবসম্মত ও স্বতঃস্ফূর্ত কথোপকথনের সুযোগ পাওয়া যাবে।

প্রযুক্তি–বিশ্লেষকদের মতে, মুখের কথা যোগাযোগের সবচেয়ে স্বাভাবিক মাধ্যম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে এটি এখনো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। তবে ওপেনএআইয়ের নতুন উদ্ভাবন এই চিত্র বদলে দিতে পারে। মডেলটিতে থাকা উন্নত স্পিচ-টু-টেক্সট ও টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট আরও স্বতঃস্ফূর্ত ও কার্যকর হবে। গ্রাহকসেবা, ভাষাশিক্ষা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক প্রযুক্তি হিসেবে মডেলটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আরও পড়ুনলেখা থেকে ভিডিও তৈরির এআই টুল নিয়ে বিপাকে ওপেনএআই, কারণ কী২৯ নভেম্বর ২০২৪

ওপেনএআইয়ের নতুন অডিও মডেলটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে উন্নত স্পিচ-টু-টেক্সট, টেক্সট-টু-স্পিচ মডেলসহ হালানাগাদ এজেন্টস এসডিকে অন্যতম। নতুন স্পিচ-টু-টেক্সট সুবিধা আগের হুইস্পার সংস্করণের তুলনায় আরও নির্ভুল ও দ্রুত কাজ করতে পারে। ফলে বর্তমানের তুলনায় নির্ভুলভাবে মুখের কথাকে লেখায় রূপান্তর করা যাবে। এ ছাড়া এজেন্টস এসডিকের নতুন হালনাগাদের মাধ্যমে ডেভেলপাররা সহজেই লেখাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীকে কণ্ঠস্বরভিত্তিক ইন্টারঅ্যাকশন সিস্টেমে রূপান্তর করতে পারবেন।

ওপেনএআই দাবি করেছে, নতুন মডেলটি আগের হুইস্পার সংস্করণের তুলনায় আরও নির্ভুল এবং সবচেয়ে কম বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। এর ফলে গ্রাহকসেবা, ভাষাশিক্ষা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যবহারকারীদের জন্য সহায়ক প্রযুক্তি হিসেবে মডেলটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত

এছাড়াও পড়ুন:

সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সফটওয়্যার প্রকৌশলী এজেন্ট আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবে। শুধু তাই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করবে।

ওপেনএআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) সারাহ ফ্রাইয়ার জানিয়েছেন, নতুন এআই এজেন্টের নাম ‘এ-এসডব্লিউই’ বা ‘এজেন্টিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার’। এটি ওপেনএআইয়ের তৈরি তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট। এর আগে ‘অপারেটর’ ও ‘ডিপ রিসার্চ’ নামে দুটি এআই এজেন্ট চালু করেছে ওপেনএআই। এগুলো এখন শুধু চ্যাটজিপিটির প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

নিজেদের তৈরি সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্টের বিষয়ে সারাহ ফ্রাইয়ার জানান, এ-এসডব্লিউই একজন সফটওয়্যার প্রকৌশলীর মতোই কাজ করবে। কাজ বুঝিয়ে দিলে নিজ থেকে কোড লেখার পাশাপাশি সফটওয়্যারের মাননিয়ন্ত্রণ, ত্রুটি শনাক্তসহ প্রকল্প-সম্পর্কিত নথিপত্র তৈরি করে দেবে এআই এজেন্টটি।

ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্ট প্রকৃতপক্ষে একটি ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ বা কর্মক্ষমতা বৃদ্ধিকারী উপাদান হিসেবে কাজ করবে। এটি সফটওয়্যার প্রকৌশলীদের দলকে অনেক বেশি উৎপাদনশীল করে তুলতে পারে। তবে চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের চালু করা ‘ডিপ রিসার্চ’ এজেন্টকে গবেষণা সহকারীর বিকল্প হিসেবে পরিচয় করানো হলেও এখনো তা পুরোপুরি সেই ভূমিকা পালন করতে পারছে না।

সূত্র: লাইভমিন্ট

সম্পর্কিত নিবন্ধ

  • সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট আনতে যাচ্ছে ওপেনএআই