নভোচারী সুনিতা–বুচকে ‘নিজের পকেট থেকে’ ওভারটাইমের অর্থ দিতে চান ট্রাম্প
Published: 22nd, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মহাকাশ থেকে সদ্য ফিরে আসা নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে প্রয়োজন হলে ‘নিজের পকেট থেকে’ ওভারটাইম দিতে চান তিনি।
ওয়াশিংটনে ওভাল অফিসে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ মন্তব্য করেন।
বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। তাঁরা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী।
সুনিতা ও বুচ গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা সেখানে আটো পড়েন। প্রায় ৯ মাস পর তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরেন।
মহাকাশে বাড়তি দিন কাটিয়ে আসায় সুনিতা আর বুচ ওভারটাইম পাবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প সোজাসাপটা জবাব দেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব।’
ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য ৫ ডলার করে ওভারটাইম দেওয়া হয়। সুনিতা ও বুচকে আট দিনের মিশনে গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসাবে, তাঁরা অতিরিক্ত ১ হাজার ৪৩০ ডলার পাবেন।
আরও পড়ুনদ্রুত বুড়িয়ে যাওয়াসহ সুনিতা ও বুচের শরীরে কী কী প্রভাব পড়তে পারে২০ মার্চ ২০২৫এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘শুধু এটুকুই? তাঁরা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই তুলনায় এটা কিছুই নয়।’
৫৯ বছর বয়সী সুনিতা ও ৬২ বছর বয়সী বুচকে ফিরিয়ে আনতে গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। সেই ক্যাপসুলে চেপে তাঁরা পৃথিবীতে ফেরেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এজন্য স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প। এই ধনকুবের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এর (সাবেক টুইটার) মালিক। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ইলন মাস্ক।
আরও পড়ুনমহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা১৯ মার্চ ২০২৫স্পেসএক্সের প্রধানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘একবার ভাবুন, তিনি যদি না থাকতেন? যদি আমাদের ইলন না থাকতেন, তাঁদের (সুনিতা ও বুচ) আরও দীর্ঘদিন মহাকাশে আটকে থাকতে হতো। আর কেইবা তাঁদের ফিরিয়ে আনতো?’
ট্রাম্প আরও যোগ করেন, মহাকাশে কয়েক মাস প্রদক্ষিণ করার পর থেকে ‘শরীরে ক্ষয় শুরু হয়ে’ যায়।
মাসের পর মাস মহাকাশে থাকলে পেশি ও হাড়ক্ষয়সহ শরীরের ওপর বেশকিছু প্রভাব দেখা যায়। পানীয়র মাত্রা বদলানোর ফলে কিডনির সমস্যা হতে পারে। দৃষ্টির সমস্যাও হতে পারে।
আরও পড়ুনমহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুচ ও সুনিতা১৯ মার্চ ২০২৫আরও পড়ুনমহাকাশ থেকে ফেরা সুনিতাদের ‘স্বাগত জানাতে’ সাগরে হাজির ডলফিনও১৯ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প সএক স
এছাড়াও পড়ুন:
নববর্ষে পুকুরে ১০ হাঁস ধরতে নামে ৪০ প্রতিযোগী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন নিয়ে মানুষ ভিন্ন আয়োজনে মেতে ওঠে। উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুরের পানিতে সাঁতরে হাঁস ধরা প্রতিযোগিতা উৎসবমুখর ছিল। এ প্রতিযোগিতা দেখতে পকুরের চারপাশে উৎসুক মানুষ ভিড় জমায়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ পুকুরে এ আয়োজন করা হয়। ১০টি হাঁস ধরতে নামে ৪০ জন প্রতিযোগী। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও রায়পুর আর্ট স্কুলের প্রধান শিক্ষক শংকর মজুমদার প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পুকুরের দক্ষিণ পাশে ছিল। উত্তর পাশ থেকে হাঁসগুলো পুকুরের পানিতে ছেড়ে দেওয়া হয়। প্রতিযোগীরা সাঁতরে এসে হাঁসগুলো ধরতে চেষ্টা করেন। অনেক চেষ্টার পর ১০ জন প্রতিযোগী ১০টি হাঁস ধরতে সক্ষম হন।
আরো পড়ুন:
কারাবন্দিদের অন্যরকম বর্ষবরণ
বৈশাখে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উচ্ছ্বাস
রায়পুর আর্ট স্কুলের প্রধান শিক্ষক শংকর মজুমদার বলেন, ‘‘পহেলা বৈশাখ বাংলা ভাষীদের জন্য ঐতিহাসিক দিন। এটি বাঙালি জাতির ঐতিহ্য। যুগ যুগ ধরে আমরা এই ঐতিহ্য ধারণ করে আসছি। সেই আলোকে নানা আয়োজন করা হয়েছে। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য হাঁস খেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ আয়োজনে মানুষ আনন্দ পেয়েছে।’’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান জানান, নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর উপজেলা পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা হয়। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এ আয়োজন করা হয়।
ঢাকা/লিটন/বকুল