জমি মাপা নিয়ে বাগ্বিতণ্ডা, রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে ভগ্নিপতি নিহত
Published: 22nd, March 2025 GMT
রাজশাহীতে জমি মাপা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে ভগ্নিপতি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৪০)। তিনি উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। একই এলাকার বাসিন্দা তাঁর বড় শ্যালক আমিনুল ইসলাম ওরফে মিল্টনের (৪৫) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কালুর মোড় এলাকায় আমিন দিয়ে তাঁরা নিজেদের পৈতৃক জমি মাপজোখ করছিলেন। এ সময় ভগ্নিপতি রুহুল আমিনের সঙ্গে বড় শ্যালক আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ভগ্নিপতি রুহুল আমিনকে হাঁসুয়া দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় সোয়া ১১টার দিকে রুহুল আমিনকে আনা হয়। তাঁরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর গলায় ও হাতে গুরুতর জখম ছিল। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারি বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শ্যালক পলাতক। এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র হ ল আম ন
এছাড়াও পড়ুন:
জমি মাপা নিয়ে বাগ্বিতণ্ডা, রাজশাহীতে শ্যালকের হাঁসুয়ার কোপে ভগ্নিপতি নিহত
রাজশাহীতে জমি মাপা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শ্যালকের হাঁসুয়ার কোপে ভগ্নিপতি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৪০)। তিনি উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। একই এলাকার বাসিন্দা তাঁর বড় শ্যালক আমিনুল ইসলাম ওরফে মিল্টনের (৪৫) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কালুর মোড় এলাকায় আমিন দিয়ে তাঁরা নিজেদের পৈতৃক জমি মাপজোখ করছিলেন। এ সময় ভগ্নিপতি রুহুল আমিনের সঙ্গে বড় শ্যালক আমিনুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ভগ্নিপতি রুহুল আমিনকে হাঁসুয়া দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় সোয়া ১১টার দিকে রুহুল আমিনকে আনা হয়। তাঁরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর গলায় ও হাতে গুরুতর জখম ছিল। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাঁর লাশ মর্গে পাঠানো হয়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারি বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শ্যালক পলাতক। এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে।