দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্যও উঠে এসেছে। কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন।

বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাদেরই একজন নুসরাত ফারিয়া। আসছে ঈদে তিনি ‘জ্বীন ৩’ সিনেমা নিয়ে ফিরছেন। এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি দিয়ে তিনি দারুণ সাড়া পেয়েছেন দর্শক থেকে শুরু করে অন্য শোবিজ তারকাদের।

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার তিনি মুখ খুললেন। একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?

ফারিয়া তার জবাব দেন ইংরেজিতে। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই।’ এরপর কেন তার অনুশোচনা নেই সে কথা পরিষ্কার করেন ফারিয়া বলেন, ‘আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশ্যাল এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল- এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’

তিনি যুক্ত করে বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’

এরপর ফারিয়া এও বলেন যে একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না।

ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় সেই পডকাস্টে। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসল ইডেনে

কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে, আইপিএলের ১৮তম মৌসুমের প্রথম ম্যাচটা ইডেন গার্ডেনে হচ্ছে। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে মাঠের লড়াইয়ের আগে হয়ে গিয়েছে চোখ ধাঁধানো এক উদ্বধোনী অনুষ্ঠান। যেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাইট রাইডার্সের স্বাত্বাধিকারী শাহরুখ খান।

শাহরুখ প্রথমে একে একে আসরের ১০টি দলের নাম ঘোষণা করেন। এরপর বাংলার মেয়ে শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকেন তিনি। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গান হিন্দি সিনেমার প্লে-ব্যাক কুইন শ্রেয়া। সব শেষে বিখ্যাত সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গান।

শ্রেয়া গান গেয়ে যাওয়ার পর মঞ্চে উঠেন দিশা পাটানি। নিজের সিনেমার গানে নাচেন এই বলিউড নায়িকা। দিশার নাচের পর গান গাইতে উঠলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গান তিনি।

আরো পড়ুন:

শাহরুখ-সালমানের আয়ু নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য

আইফা অ্যাওয়ার্ডে বাজিমাত করলেন যারা

নাচ, গানের পর আবার দৃশ্যপটে শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে মঞ্চে আসার অনুরোধ করেন তিনি। এরপর নিজ দলের রিঙ্কু সিংকে ডাকেন। এই দুই ব্যাটসম্যানের সঙ্গে খুনসুটিতে মাতেন বলিউড কিং। এরপর এই অভিনেতা রিঙ্কুর সঙ্গে নাচেন, যা দেখে হেসে ফেলেন কোহলি। পরে নাচার জন্য শাহরুখ অনুরোধ করেন কোহলিকে। তাদের নাচ দেখে গোটা স্টেডিয়াম কড়াতালিতে ভরে উঠে।

এরপর ট্রফি নিয়ে মঞ্চে উঠেন কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে ও বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। সেখানে কোহলিকে টানা ১৮ বছর আইপিএল খেলার জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। তার পরে কেক কাটেন সবাই মিলে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের, নিহত ৮
  • প্রথমবার বাংলাদেশে গাইবেন পাকিস্তানের আইমা
  • শাহরুখের জমকালো উপস্থাপনায় আইপিএলের উদ্বোধন
  • উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসল ইডেনে
  • যেদিন প্রথম চট্টগ্রামে নামানো হয়েছিল ‘জাদুর বাক্স’
  • প্রথমবার আইপিএলে ম্যাচ ফি, মাঠে নামলেই সাড়ে সাত লাখ রুপি
  • নতুন পরিচয়ে আসছেন সিয়াম-হিমি
  • ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রণে আগ্রহী যুক্তরাষ্ট্র
  • বড় স্বপ্ন, হামজা জয়গানে বাংলাদেশের শিলং যাত্রা