যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে জাপান। প্রথম দল হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে তারা। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার একেবারেই দ্বারপ্রান্তে আছে আর্জেন্টিনা।

আর মাত্র এক পয়েন্ট পেলেই আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে ড্র করে অন্তত একটা পয়েন্ট তুলতে পারলেই বিশ্বকাপে পা রাখবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ডে ২৮ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে। বাকি পাঁচ ম্যাচেও যদি তারা হারে সেক্ষেত্রে অষ্টম অবস্থানে থাকা ভেনেজুয়েলা পয়েন্ট ও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়াতে পারবে না। ১৩ পয়েন্ট পাওয়া বলিভিয়া বাকি পাঁচ ম্যাচে জিতলে এবং আর্জেন্টিনা বাকি সব ম্যাচে হারলেও প্লে অফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। সেক্ষেত্রে বলিভিয়া হাতে থাকা পাঁচ ম্যাচেও যদি জেতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। যে কারণে আর্জেন্টিনা আর এক পয়েন্ট পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬ দল অংশ নেবে। সপ্তম অবস্থানে থাকা দল প্লে অফ খেলার সুযোগ পাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব শ বক প ব ছ ই ব র জ ল আর জ ন ট ন আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

মাওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনুর রহমান খাঁনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ওই হলের একদল শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে হলের ফটকে হ্যান্ডমাইক নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এর আগের দিন রোববার প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে ওই শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে নামফলক খুলে ফেলেন এই শিক্ষার্থীরা। ওই দিন তাঁরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন।

হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১০টার দিকে হলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন ও হাউস টিউটরদের সঙ্গে আলোচনায় বসেন প্রাধ্যক্ষের পদত্যাগ চাওয়া শিক্ষার্থীরা। তবে ওই আলোচনায় প্রাধ্যক্ষ আমিনুর রহমান খাঁন উপস্থিত ছিলেন না। আলোচনায় শিক্ষার্থীরা রাতের মধ্যেই প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি করেন। এরপর হলের ওই শিক্ষকেরা (যাঁরা আলোচনায় বসেন) প্রাধ্যক্ষের কাছে মুঠোফোনে যোগাযোগ করেন। এরপর তাঁরা জানান, প্রাধ্যক্ষ বলেছেন, উপাচার্য তাঁকে দায়িত্ব দিয়েছেন, তিনি বললে পদত্যাগ করবেন। তা ছাড়া স্বেচ্ছায় তিনি পদত্যাগ করবেন না।

এরপরই একদল শিক্ষার্থী হলের ফটকে বিক্ষোভ শুরু করেন।

আলোচনায় উপস্থিত ও বিক্ষোভকারী ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান (তাজ) বলেন, ‘আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হলের শিক্ষকেরা আমাদের সঙ্গে মিটিং করেন। আমরা তাঁর পদত্যাগের দাবি জানাই। পরে শিক্ষকদের একজন প্রভোস্টকে কল করে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি পদত্যাগ করবেন না বলে জানান। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি। রাতের মধ্যেই তাঁকে পদত্যাগ করতে হবে।’

যেসব কারণে প্রাধ্যক্ষের পদত্যাগ চান, সে বিষয়গুলো উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন এই শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগে তাঁরা উল্লেখ করেন, প্রাধ্যক্ষ হলের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ছাড়া মসজিদ সংস্কারে অসহযোগিতা, হলের সব কর্মচারীর কাজের তদারকিতে অবহেলা ও হলের নোংরা পরিবেশ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া, রিডিংরুম সংস্কারে দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের রুম সংস্কারে অনীহা ও দীর্ঘসূত্রতা, ডাইনিংয়ের খাবারের মান নিয়ন্ত্রণের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া, হলের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধান না করা ও দীর্ঘ পাঁচ মাস তাঁকে বলার পরও এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া, হলের শিক্ষার্থীদের খেলাধুলাসামগ্রী দিতে অস্বীকৃতি, একাধিকবার বলার পরও বিশুদ্ধ পানির ফিল্টারের কোনো ব্যবস্থা না নেওয়া, ওয়াশরুম সংস্কার ও পরিষ্কারে তদারকি না করা, শিক্ষার্থীদের হুমকি ও ক্ষমতার দাপট দেখানো, কোনো শিক্ষার্থী রাতে ফোন দিলে বিভিন্ন ধরনের কৈফিয়ত চাওয়া।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনুর রহমান খান। তিনি রোববার প্রথম আলোকে বলেন, ‘হলের বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য সমস্যাগুলো চিহ্নিত করে ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে আলোচনাও করেছি। ঈদের আগপর্যন্ত কোনো অভিযোগের কথা তারা আমাকে বলেনি। ঈদের পর ক্যাম্পাস খুলেছে মাত্র কয়েক দিন হলো। এর মধ্যে কীভাবে এসব অভিযোগ এল? প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছি। তারা পেছনে থেকে শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে এ কাজগুলো করাচ্ছে। মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে আমরা অতি দ্রুত সংবাদ সম্মেলন করব।’

সম্পর্কিত নিবন্ধ