চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে জেএমএস গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শ্রমিক ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে লে-অফ ঘোষণা করা হয়। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের ইপিজেড শ্রম আইনে বেতন-ভাতা গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কেউ নির্দিষ্ট তারিখে বেতন পাননি। পরে এক নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে জানানো হয়। কিন্তু, শ্রমিকরা সেই সিদ্ধান্ত না মেনে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজা সিকিউরিটি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

ধোনিতে আরও ‘গরিব’ চেন্নাই, হারল বড় ব্যবধানে 

আইপিএলের চলতি মৌসুমে প্রথম ম্যাচে জিতলেও পরের চার ম্যাচে হারের স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। এরপর নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় আসর থেকে ইনজুরি নিয়ে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খায় দলটি। চেন্নাইয়ের নেতৃত্বভার নেন অভিজ্ঞ এমএস ধোনি। 

তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। বরং আরও বড় ব্যবধানে হেরেছে। এদিন ইডেন গার্ডেন্সে চেন্নাই শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে পারে। কেকেআর ওই রান ৮ উইকেট হাতে রেখে ১০.১ ওভারে তুলে ফেলেছে। কেকেআরের হয়ে সুনীল নারিন ১৮ বলে ৪৪ রান করেন। 

এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে, রাজস্থানের রয়েলসের বিপক্ষে ৬ রানে, দিল্লির বিপক্ষে ২৫ হারে ও পাঞ্জাবের বিপক্ষে ১৮ রানে হেরেছে চেন্নাই। দলটির এমন বাজে ফর্মের পরও ব্যাটিং কোচ মাইক হাসি দাবি করেছেন, তারা প্লে অফে খেলতে পারবেন। 

তিনি বলেন, ‘আমরা এখনো সাদা পতাকাটা কেবল উড়াতে পারিনি। আইপিএল লম্বা টুর্নামেন্ট। এখানে কেবল একটা মোমেন্টাম দরকার। আপাতত সেই মোমেন্টাম আমাদের হাতে নেই। আমরা ধারাবাহিক ভালো খেলতে পারছি না। কিন্তু পরিস্থিতি বদলাবে না এমন না, পরিস্থিতি দ্রুত বদলাবে না তাও নয়। আমরা মোমেন্টাম পেলে প্লে অফে খেলা সম্ভব।’ 

চেন্নাই সুপার কিংস আইপিএলের সফলতম দল। ২০২৩ সালের চ্যাম্পিয়ন তারা। সেবার দলটির অধিনায়ক ছিলেন এমএস ধোনি। ভারতীয় এই কিংবদন্তির নেতৃত্বে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশিবার ফাইনাল খেলে পাঁচটি শিরোপা আছে চেন্নাই সুপার কিংসের শোকেসে।

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনিতে আরও ‘গরিব’ চেন্নাই, হারল বড় ব্যবধানে