কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা। 

তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যেতে পারে। কলকাতায় রাতে ভারি বৃষ্টি হয়েছে। সকালে আকাশ মেঘলা থাকলেও দেখা মিলেছিল সূর্যের। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে, দিনের অধিকাংশ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

বৃষ্টির কারণে শুক্রবার দুই দল ঠিক মতো অনুশীলন করতে পারেনি। এর আগে কেকেআর নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচের আয়োজন করেছিল। সেটাও বৃষ্টির কারণে সম্পন্ন হয়নি। 

কলকাতা আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল। এবার ঘরের মাঠে মৌসুম শুরুর করার কথা ছিল তাদের। বেঙ্গালুরুর গত মৌসুমে শেষের দিকে দারুণ ক্রিকেট খেলে প্লে অফ নিশ্চিত করে। তবে এলিমিনেটর থেকে কোয়ালিফায়ারে যেতে পারেনি বিরাট কোহলির দল।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কলক ত

এছাড়াও পড়ুন:

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ

রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ