আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগল ব্রাজিল শিবিরে।

কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। এর অর্থ হলো, আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।

আরও পড়ুনমেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কে কেমন খেললেন২ ঘণ্টা আগে

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাঁদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তাঁর জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।

আলিসনের জায়গায় ওয়েভেরতনকে ডেকেছে ব্রাজিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনার বিপক্ষে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল, বিকল্প কে

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কাই লাগল ব্রাজিল শিবিরে।

কলম্বিয়ার বিপক্ষে গতকালের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার। এই আঘাতের কারণে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লিভারপুল গোলকিপার। এর অর্থ হলো, আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।

আরও পড়ুনমেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কে কেমন খেললেন২ ঘণ্টা আগে

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে মোট চারটি পরিবর্তন এনেছেন স্কোয়াডে। একটি হচ্ছে আলিসনের জায়গায় ওয়েভেরতন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। দুজনই এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তাঁদের জায়গায় পিএসজি ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটন থেকে মিডফিল্ডার হোয়াও গোমেজকে স্কোয়াডে ডেকেছেন দরিভাল। এর বাইরে কলম্বিয়া ম্যাচে বাঁ ঊরুতে চোট পাওয়া মিডফিল্ডার গারসনও ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তাঁর জায়গায় আতালান্তার ডিফেন্সিভ মিডফিল্ডার এদেরসনকে ডেকেছেন দরিভাল।

আলিসনের জায়গায় ওয়েভেরতনকে ডেকেছে ব্রাজিল

সম্পর্কিত নিবন্ধ