ঢালিউড জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। শীর্ষ নায়কের জন্মদিন ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা হয় না।  প্রিয় নায়কের জন্মদিনে কী আয়োজন থাকে তা জানতে মুখিয়ে ভক্তরা। এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা উপহার পেতে যাচ্ছেন ‘তাণ্ডব’ সিনেমার ফার্স্ট লুক। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র এমনটিই জানিয়েছে।

শাকিব বর্তমানে ‘বরবাদ’ সিনেমা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ঠিক সে সময়েই  তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকের সুখবর এলো। ২০২৩ সালে তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব। তারপর গত বছর রায়হান রাফী নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন।

নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি। সিনেমা মুক্তির পরপরই তিনি ঘোষণা দিয়েছিল ‘তুফান ২’ নির্মিত হবে। কিন্তু সেটি আর হয়নি। 

শাকিব খান ও রায়হান রাফী জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। ‘তুফান ২’ না হলেও ‘তাণ্ডব’ সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন। জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা হবে ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে অনেক আগেই। গত ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি হয়নি।

আগামী ২৪ মার্চ শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। যিনি ‘তুফান’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ‘তাণ্ডব’-এ নায়িকাকে এখনও জানাননি নির্মাতা। তাই সিনেমার নায়িকা নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে শাকিব ভক্তদের মনে। একটি সূত্রে জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করবেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য ‘প্রেমকাহিনি’ সিনেমায় অভিনয়ের পর প্রায় এক যুগ পর একসঙ্গে অভিনয় করতে পারেন শাকিব ও জয়া। জানা যায়, এ সিনেমায় শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তবে তাঁর নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে হাজির হবেন জনপ্রিয় আরও এক চিত্রনায়িকা। চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটি। গল্প প্রসঙ্গেও কথা বলা বারণ বলে জানালেন রাফী।

যখন ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা দেওয়া হয় ওই সময় তিনি বলেছিলেন, আমাদের ঢালিউড দর্শক এমন সিনেমার গল্প আগে দেখেনি, চিন্তাই করতে পারবে না এবার “তাণ্ডব’-এ কী ঘটবে। এবার তুফান সিনেমার চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। দর্শক এই সময়ে যে ধরনের সিনেমা দেখতে চান এটি তেমনই। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। দর্শকও নতুনরূপে দেখবে শাকিব খানকে। আশা করছি, দর্শক বড় আয়োজনের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৭, আহত ২৯

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ রবিবার (১৩) রাতের হামলায় ইয়েমেনের রাজধানী সানায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

সানার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রবিবার রাতে রাজধানীর কাছে একটি সিরামিক কারখানায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ৭ জন নিহত এবং আরো অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন নারী রয়েছেন। নিহতরা কারখানার শ্রমিক এবং এর পাশের বাড়ির বাসিন্দা।

আরো পড়ুন:

ইউক্রেনে সুমি শহরে রাশিয়ার হামলায় নিহত ৩৪, ‘ভয়াবহ ঘটনা’ বললেন ট্রাম্প

মার্কিন দূতাবাসের কড়া বার্তা
যে কারণে কখনো যুক্তরাষ্ট্র যেতে পারবেন না

এদিকে হুতিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হাজ্জাহ গভর্নরেটের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 
 
হুতিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, হাজ্জাহ গভর্নরেটের আকাশসীমায় এমকিউ-৯ মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত ১৫ মার্চ থেকে হুতিদের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।  লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতিদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীটির বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে হুতি গোষ্ঠী বলেছে, ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং তাদের বাহিনী হামলার জবাব দেবে।

এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে সশস্ত্র সংগ্রাম করছে ইরান সমর্থিত হুতিরা। ইয়েমেনের অধিকাংশ অঞ্চলই এখন তাদের দখলে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে এর প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০ এর বেশি হামলা চালিয়েছে।

এরপর হুতিদের থামাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে হামলা শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে আবারো হুতিদের ওপর হামলা জোরদার করার নির্দেশ দেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • অনুশোচনা নেই, প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা: বাঁধন
  • বাইরে জীবন সহজ কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে: বাঁধন
  • ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৭, আহত ২৯
  • ওয়াক্ফ আইন ইস্যুতে থমথমে মুর্শিদাবাদ, আতঙ্ক 
  • ক্ষমতায়ন মানে অংশগ্রহণ নয় অংশীদারিত্ব কোথায়?
  • নববর্ষের সাতসকাল
  • আমার দেখা সাংগ্রাই
  • মায়ামির মায়া ছাড়তে পারছেন না মেসি
  • অবিরাম কাজ করেও যারা কোনো নাম-দাম পান না