সারাদেশে আজ শনিবার ও আগামীকাল রোববার বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দমকা ও ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকাতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ চমকাতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

রোববার বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে। অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সহ ব ষ ট

এছাড়াও পড়ুন:

নান্দাইলে ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক এএমএফ আজিজুল ইসলাম পিকুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহবায়ক এ এফ এম আজিজুল ইসলাম ওরফে পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহিতপ্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলামের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে, গত বুধবার নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রীপুরে শ্রমিককে মারধরের জেরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার
  • ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ ও কাল
  • ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
  • কারখানা অনিদিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 
  • আজ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায়
  • আগামীকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে
  • বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • নান্দাইলে ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি