বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ওই ম্যাচের জন্য চার ফুটবলারকে দলে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলে দলে ডাক পাওয়ারা হলেন- পিএসজির ডিফেন্ডার লুকাস বেরাল্ডো। তাকে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসের জায়গায় দলে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন দীর্ঘদেহি এই সেন্ট্রাল ডিফেন্ডার। 

দুই মিডফিল্ডার এদেরসন ও জোয়াও গোমেজ ডাক পেয়েছেন ব্রাজিল দলে। ইতালির ক্লাব আটালান্টায় খেলা এদেরসন এবং প্রিমিয়ার লিগের উলভসে খেলা গোমেজ যথাক্রমে জেরসন ও ব্রুনো গিমারেজের জায়গায় দলে ঢুকেছেন। 

এদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক গিমারেজ সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন। তিনিও নিষেধাজ্ঞায় পড়েছেন। জেরসন কোমরের নিজের অংশের পুরনো ব্যথা অনুভব করায় ছিটকে গেছেন। গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় দলে ঢুকেছেন পালমেইরাসের ওয়েভার্টন। অ্যালিসন কলম্বিয়ার বিপক্ষে মাথায় আঘাত পান। কনকাশন বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ব র জ ল আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

বিশিষ্টজনদের নিয়ে না’গঞ্জ মহানগরী জামায়াতের ইফতার মাহফিল  

রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে শহরের বাঙলা ভবন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত  ছিলেন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট  শাখাওয়াত হোসেন খাঁন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, গন অধিকার পরিষদ এর নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইলিয়াস আহমদ, জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি  মাওলানা ফেরদাউস উর রহমান, ইসলামী আন্দোলন  মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর  সেক্রেটারি অমিত হাসান, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক  ডক্টর ইকবাল হোসাইন ভূইয়া,  প্রমূখ।

এসময় জামায়াতে ইসলামীর প্রশংসা করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন অতীতের ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও জুলুম থেকে আমরা কেউ ই রেহাই পাইনি তুলনামূলক জামায়াতের উপর অত্যাচারের মাত্রা বেশী ছিলো।

এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। জুলাই বিপ্লবের স্প্রিটকে নষ্ট হতে দিবোনা।
 

সম্পর্কিত নিবন্ধ