আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে ৪ পরিবর্তন
Published: 22nd, March 2025 GMT
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ওই ম্যাচের জন্য চার ফুটবলারকে দলে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।
ব্রাজিলে দলে ডাক পাওয়ারা হলেন- পিএসজির ডিফেন্ডার লুকাস বেরাল্ডো। তাকে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসের জায়গায় দলে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন দীর্ঘদেহি এই সেন্ট্রাল ডিফেন্ডার।
দুই মিডফিল্ডার এদেরসন ও জোয়াও গোমেজ ডাক পেয়েছেন ব্রাজিল দলে। ইতালির ক্লাব আটালান্টায় খেলা এদেরসন এবং প্রিমিয়ার লিগের উলভসে খেলা গোমেজ যথাক্রমে জেরসন ও ব্রুনো গিমারেজের জায়গায় দলে ঢুকেছেন।
এদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক গিমারেজ সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন। তিনিও নিষেধাজ্ঞায় পড়েছেন। জেরসন কোমরের নিজের অংশের পুরনো ব্যথা অনুভব করায় ছিটকে গেছেন। গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় দলে ঢুকেছেন পালমেইরাসের ওয়েভার্টন। অ্যালিসন কলম্বিয়ার বিপক্ষে মাথায় আঘাত পান। কনকাশন বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ব র জ ল আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
গাজায় জোরালোভাবে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা
ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই ‘জোরালোভাবে’ সামরিক অভিযান বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ নিয়ন্ত্রণ নিয়েছে। এটা রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে।
এরই মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।
টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে।
শনিবার কার্তজ বলেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি ‘মোরাগ এক্সিস’ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী।
এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা উপত্যকার প্রায় এক–পঞ্চমাংশ ভূমিজুড়ে রয়েছে রাফা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, শিগগির গাজার আরও বেশির ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকার যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। ইসরায়েলের সরকারি তথ্য এটা।
এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী, যা এখনো চলছে। নির্বিচার হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গড় ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নিহত হয়েছে ১ হাজার ৫৬৩ জন।