আড়াইহাজারে এক মটর মেকানিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আড়াইহাজার থানা থেকে কিছু অদুরে আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় বাইদুল হক নামে এক ব্যাক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে পারেনি। রমজান মাসে একের পরএক বাড়ি-ঘরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে আতংক ছড়িয়ে পড়ছে উপজেলাজুড়ে। 

ভুক্তভোগী বাইদুল হক জানান, রাত আনুমানিক সোয়া ১টার দিকে মুখোশ পরিহিত ২৫-৩০ জনের একদল ডাকাত একতলা ভবনের কাঁঠের দরজার লাঠি মেরে ভেঙে ফেলে। পরে দুস্কৃতিকারীরা কক্ষের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর পড়নের ওড়না ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে।

এসময় প্রতিবাদ করায় তার মুখে বালিশ চাপা দেয়া হয়েছে। এক পর্যায়ে আলমারী তছনছ করে ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমাদের বাড়িতে অতীতে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি। রমজান মাসে এমন ঘটনা মানা যায়না।’

এদিকে স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে রমজান মাসে মানুষ একটু শান্তিমত এবাদত করতে পারছেনা। দিনের বেলা রাস্তা-ঘাটে চুরি ছিনতাই। আর রাতে বসত বাড়িতে ডাকাতি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।

ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে লুট করছে। কিন্তু পুলিশ এগুলো থামাতে পারছেনা। রাতে এলাকাবাসীর এখন থেকে যানমালের নিরাপত্তায় পাহাড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করতে পারেনি। তিনি বলেন, তবে দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবেন। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড ক ত র ঘটন

এছাড়াও পড়ুন:

বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা রিজার্ভ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন বা ২ হাজার ৬৩৯ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ বেড়ে হয়েছে ২১ দশমিক ১১ বিলিয়ন ডলার বা ২ হাজার ১১১ কোটি ডলার।

গতকাল রোববার এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এর আগে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

প্রবাসীদের পাঠানো আয় আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। গত মার্চ মাসে ৩২৯ কোটি ডলারের প্রবাসী আয় আসে; এক মাসের হিসাবে যেকোনো সময়ের চেয়ে এটি বেশি। ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। ব্যাংকগুলো থেকে ডলার কিনলে আর বিদেশি ঋণ ও অনুদান এলেই কেবল রিজার্ভ বাড়ে। এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনের ওপর চাপ কমেছে। ডলারের দাম না বেড়ে ১২৩ টাকার মধ্যে আটকে রয়েছে। পাশাপাশি অনেক ব্যাংক এখন গ্রাহকদের চাহিদামতো ঋণপত্র খুলতে পারছে। ফলে বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ডলার নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। ৮৫ টাকার ডলার বেড়ে ১২৮ টাকা পর্যন্ত ওঠে। সরকার পরিবর্তনের পর নানা উদ্যোগের কারণে প্রবাসী আয় বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বাড়ছে না। এতে বৈদেশিক মুদ্রার বাজারে অনেকটা স্বস্তি ফিরেছে। ২০২২ সালের আগের পরিস্থিতিতে ফিরে গেছে অনেক ব্যাংক।

২০২৪ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

সম্পর্কিত নিবন্ধ