চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জগদল গ্রামের তিনটি টিউবওয়েলের সব কটিই নষ্ট। গ্রামটিতে প্রায় এক শ পরিবারের বাস। তাদের নিত্যদিন পানির কষ্ট। এই গ্রামে ২৫০ বিঘার বোরো চাষের একটি ‘স্কিম’ ছিল বাবুল হোসেনের। গভীর নলকূপের সেচেই চলত বোরো চাষ। ভূগর্ভে পানি কমে যাওয়ায় বছর দশেক ধরে সব জমিতে বোরো চাষ বন্ধ। তাই এসব খেতে এখন গমের চাষ হয়।
গ্রামে এখন আমন ধান আর শুষ্ক মৌসুমে গম—এই দুই চাষে সীমাবদ্ধ চাষাবাদ। তবে লালমাটির বরেন্দ্রভূমির এ গ্রামে বর্ষার পানিনির্ভর আমনেও অনেক সেচ লাগে।
বাবুল হোসেন বলছিলেন, আমনের বীজ লাগানোর পরই সেচ শুরু হয়। এরপর একনাগাড়ে চলে। বর্ষাও তো কমে গেছে।
জগদলের মতো বরেন্দ্র এলাকার অনেক জনপদেই এখন পানির স্বল্পতার এমন চিত্র দেখা যায়। পানির অভাবে চলতি বছর বরেন্দ্র অঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আট উপজেলায় বোরো চাষ সীমিত করে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রতিষ্ঠানটি সেচের পানি সরবরাহ করে।
নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলায় গভীর নলকূপ ছিল ২৫০টি। এখন ৫৫টিই বন্ধ। সেচ নেই, ফলে সেচনির্ভর চাষাবাদে প্রভাব পড়ছে। উপজেলার কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন, উপজেলায় এবার অন্তত ৩০ শতাংশ কম বোরো উৎপাদন হবে।
বরেন্দ্র অঞ্চলের মতো দেশজুড়ে ভূগর্ভস্থ পানির স্তর নামছে। দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড এক গবেষণায় উল্লেখ করেছিল, দেশের দুই-তৃতীয়াংশ এলাকায় পানির স্তর নেমে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি নামছে ঢাকা নগর, গাজীপুর ও বরেন্দ্র অঞ্চলে। পানি কমলেও যে হারে পানি উঠছে, তার পুনর্ভরণ বা রিচার্জ হচ্ছে না।
পুনর্ভরণ দরকার। তবে মাটিতে পানি ইনজেক্ট করাটা আমি বন্ধ করতে চাই। কে, কী ধরনের পানি দেবে, তাতে দূষণ সৃষ্টি হতে পারে। পানির উত্তোলনে লাগাম টানতে চাই। সৈয়দা রিজওয়ানা হাসান, পানিসম্পদ উপদেষ্টারাজধানী বা দেশের অন্যত্র পুনর্ভরণে পাইলট বা সাময়িকভাবে প্রকল্প নেওয়া হলেও সেগুলো তেমন কার্যকর নয়। সবচেয়ে বেশি ভূগর্ভস্থ পানি সংগ্রহ করা ঢাকা ওয়াসার পুনর্ভরণ প্রকল্পের কোনো গতি নেই।
বিশেষজ্ঞদের আশঙ্কা, পুনর্ভরণ কমতে থাকলে উত্তরের জনপদের দশা দেশের অন্যত্রও হতে পারে।
ভূগর্ভস্থ পানি নিয়ে এই শঙ্কার মধ্যে আজ ২২ মার্চ পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ‘হিমবাহের সুরক্ষা’।
ফাঁকা হচ্ছে ভূগর্ভস্থ স্তর২০২২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৪৬৫টি অগভীর ভূগর্ভস্থ পানির পর্যবেক্ষণ কূপের ৪০ বছরের উপাত্ত বিশ্লেষণ করা হয়। গবেষণায় শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির ব্যবহার ও অবস্থান বিশ্লেষণে দেখা যায়, পানির ব্যাপক ব্যবহারের ফলে দেশের দুই–তৃতীয়াংশ এলাকার ভূগর্ভস্থ পানির স্তরে নেমে যাচ্ছে। গবেষণায় দেখা যায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে এক থেকে তিন মিটার পর্যন্ত পানি স্তর নেমে যাচ্ছে।
এরপর ‘দ্য গ্যাঞ্জেস ওয়াটার মেশিন কোয়ান্টিফায়ের ফ্রম পিজামেট্রে ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় পানির পুনর্ভরণের চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, প্রায় প্রতিটি কূপের পানির স্তর নামছে। পুনর্ভরণ প্রায় হচ্ছে না। ১৯৭০ থেকে ২০২০ সাল—এ সময়ের পানির স্তর ও পুনর্ভরণ চিত্র উঠে আসে গবেষণায়।
রাজশাহীর গোদাগাড়ীর পানিস্তর বিশ্লেষণে দেখা গেছে, ১৯৮০–এর দশকে শুষ্ক মৌসুমে পানির স্তর নামলেও বর্ষায় পুনর্ভরণ হতো ১৬ থেকে ১৮ মিটার। কিন্তু ২০১০ সালের পর পুনর্ভরণ ১৬ মিটারের বেশি হচ্ছে না।
গাজীপুরের কালীগঞ্জে ১৯৯০ সাল পর্যন্ত ৬ মিটার পুনর্ভরণ হতো। কিন্তু ২০১৫ সালের পর থেকে পুনর্ভরণ ৩ মিটারে নেমে গেছে। ঢাকার পার্শ্ববর্তী দোহারে বর্ষার সময় পুনর্ভরণ ৩ মিটারে নেমে গেছে। এটি ২০১৫ সাল পর্যন্ত ৪ মিটার ছিল।
ঢাকা কিংবা বরেন্দ্র অঞ্চলের বাইরের পরিস্থিতিও নাজুক। যেমন শেরপুর ও যশোরে পুনর্ভরণ এক দশক আগের চেয়ে যথাক্রমে ২২ থেকে ২০ মিটারে এবং ২০ থেকে ১৮ মিটারে নেমেছে।
গবেষকদের একজন আনোয়ার জাহিদ প্রথম আলোকে বলেন, দেশের প্রায় কোথাও পুনর্ভরণের সুষম চিত্র দেখা যাচ্ছে না। ভূগর্ভ থেকে পানি কেবল উঠছে, আর মাটির তল ফাঁকা হচ্ছে। পানির কৃত্রিম পুনর্ভরণ এখন দ্রুত করতে হবে।
পানির অভাবে চলতি বছর বরেন্দ্র অঞ্চলের তিন জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আট উপজেলায় বোরো চাষ সীমিত করে দিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রতিষ্ঠানটি সেচের পানি সরবরাহ করে। কীভাবে পুনর্ভরণভূগর্ভস্থ পানি দিয়ে ভূগর্ভ পুনর্ভরণে গবেষণা করেছেন প্রকৌশলী সৈয়দ আজিজুল হক। তিনি বলছিলেন, বৃষ্টির পানি পুনর্ভরণের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি হচ্ছে ইনজেকশন। এ ছাড়া বাসাবাড়িতে বৃষ্টির পানিনিষ্কাশনের যেসব পিট আছে, সেগুলোকে পানি পুনর্ভরণের কাজে লাগানো যায়। পিটের নিচে কংক্রিটের স্ল্যাব দেওয়া যাবে না, এক ফুট খোয়া দিতে হবে।
কম খরচের পদ্ধতি হলো পরিত্যক্ত টিউবওয়েলকে পানি পুনর্ভরণের কাজে লাগানো। এ ছাড়া বাসাবাড়ির চতুর্দিকের দেয়ালের পাশে পরিখা করে সেগুলোতে বালু ভরে রাখা।
এখানে পুনর্ভরণের একটা উপায় পাইপ। পাশাপাশি পুকুর ও খাঁড়ি খনন করে সেই পানি ব্যবহার করা যেতে পারে। এভাবে মোটামুটি ৫০ শতাংশ ঘাটতি পূরণ করা যায়। এ জন্য সমন্বিত ব্যবস্থাপনা দরকার। রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান কৃত্রিম পুনর্ভরণের অবস্থাভূগর্ভস্থ পানির ওপর চাপ কমার লক্ষণ নেই। এ অবস্থায় কৃত্রিম পুনর্ভরণ যে দরকার, তা মানছেন পানিবিশেষজ্ঞসহ পরিবেশবাদীরা। পাইলট ভিত্তিতে কিছু চেষ্টাও হয়েছে।
ভূগর্ভস্থ পানি উত্তোলনে সবচেয়ে এগিয়ে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটির ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মোট সরবরাহের ৬৭ শতাংশ পানি আসে ভূগর্ভস্থ উৎস থেকে। দুই দশক আগে প্রতিষ্ঠানটি নগরের কিছু এলাকায় গর্ত করে পানি পুনর্ভরণের চেষ্টা করেছিল। এখন সেগুলোর অবস্থা কেমন, তা প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও জানেন না।
ঢাকা ওয়াসার উপমহাব্যবস্থাপক এ কে এম শহীদউদ্দিন বলেন, যে ২০–২৫টি স্থানে পানি রিচার্জের ব্যবস্থা ছিল, সেগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য নেই। এগুলো পাইলট প্রকল্প ছিল। তবে বড় আকারে পুনর্ভরণের কাজ শুরুর চেষ্টা হচ্ছে।
ঢাকার পুনর্ভরণের প্রক্রিয়া বরেন্দ্র অঞ্চলে পুরোপুরি প্রযোজ্য হবে না—এমন মন্তব্য করে রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান বলেন, এখানে পুনর্ভরণের একটা উপায় পাইপ। পাশাপাশি পুকুর ও খাঁড়ি খনন করে সেই পানি ব্যবহার করা যেতে পারে। এভাবে মোটামুটি ৫০ শতাংশ ঘাটতি পূরণ করা যায়। এ জন্য সমন্বিত ব্যবস্থাপনা দরকার।
বরেন্দ্র অঞ্চলে পানি পুনর্ভরণে কাজ করছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রকল্পটির কর্মকর্তা মো.
বিগত সরকারের সময় ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’–এ ভূগর্ভস্থ পানির পুনর্ভরণকাজ এগিয়ে নিতে একটি উচ্চপর্যায়ের কমিটি এবং একটি কৌশলপত্র তৈরি করা হয়।
অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা এগিয়ে নেবে কি না, জানতে চাইলে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘পুনর্ভরণ দরকার। তবে মাটিতে পানি ইনজেক্ট করাটা আমি বন্ধ করতে চাই। কে, কী ধরনের পানি দেবে, তাতে দূষণ সৃষ্টি হতে পারে। পানির উত্তোলনে লাগাম টানতে চাই।’
রিজওয়ানা হাসান যে শঙ্কার কথা বলেছেন, তা রোধে ‘দূষণমুক্ত পানির নিয়ন্ত্রিত কৃত্রিম পুনর্ভরণ’ নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। এ জন্য একক প্রতিষ্ঠান তৈরি করে তাদের দেখভালের দায়িত্ব দেওয়ার কথাও আছে পরিকল্পনায়; কিন্তু বাস্তবায়নে উদ্যোগ নেই।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রকল প ব যবস থ ব যবহ র উপজ ল য় সবচ য় অবস থ দরক র
এছাড়াও পড়ুন:
যে প্রলোভনে মিয়ানমারে দুই বছর জেল খাটলেন ২০ কিশোর–তরুণ
কারও বয়স ১৬, কারও ১৮ ছুঁই ছুঁই। দালালের প্রলোভনে পড়ে মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন তাঁরা। পরিবারকে না জানিয়েই রওনা দিয়েছিলেন অবৈধ বিপদসংকুল সাগরপথে। কিন্তু মিয়ানমারে পৌঁছেই আটক হন তাঁরা। তারপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ২২ মাস কারাভোগ করেন।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০২৩ সালের জুনে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক এসব কিশোর–তরুণ আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছান। সেখান থেকে সন্ধ্যায় বাসে তাঁদের নেওয়া হয় চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে অপেক্ষারত পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয় এসব কিশোর–তরুণকে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে বাস থেকে একে একে নামেন তরুণেরা। ছেলে কিংবা ভাইকে এত মাস পর কাছে পেয়ে দৌড়ে যান স্বজনেরা। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, অসাধু দালালেরা এসব কিশোর–তরুণকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাঁরা আটক হন। তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করে সরকার। এরপর বাংলাদেশ দূতাবাস তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফিরে আসা কিশোর–তরুণেরা কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া অঞ্চলের বাসিন্দা। মালয়েশিয়া যাত্রার কথা কেউ পরিবারকে জানাননি। প্রায় এক মাস পর স্বজনেরা জানতে পারেন তাঁরা আটক হয়েছেন। এক বছর আগে সরকারের কাছে তাঁদের ফিরিয়ে আনতে কাগজপত্র জমা দেয় পরিবার।
ফিরে আসা এক কিশোরের বোনের স্বামী আবদুল্লাহ বলেন, ‘পরিবারকে না জানিয়েই আমার শ্যালক দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যেতে চেয়েছিল। সে মিয়ানমারে আটক হয়। প্রায় এক মাস পর আমরা জানতে পারি। এখন সে পরিবারের কাছে ফিরে এসেছে।’
কিশোর–তরুণদের পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, ‘তথ্য যাচাই করে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। আমরা তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করেছি।’
এর আগে গত রোববার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে ২০ বাংলাদেশি নাগরিক বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযানে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন। আজ সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।