Prothomalo:
2025-03-22@12:08:41 GMT

গড়পড়তা, তবু ফেবারিট চেন্নাই-ই

Published: 22nd, March 2025 GMT

আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...চেন্নাই সুপার কিংস

অধিনায়ক: রুতুরাজ গায়কোয়াড়

কোচ: স্টিভেন ফ্লেমিং

শিরোপা: ৫টি(২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)

স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি

নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।

শক্তি

● চেন্নাই সুপার কিংস জটিল হিসাব–নিকাশে বিশ্বাসী নয়। বছরের পর বছর ধরে তারা অনেকটা একই দল নিয়ে খেলে। এবারও তাদের দলে খুব বেশি পরিবর্তন আসেনি। রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি—এই মূল ৫ ক্রিকেটার এবারও আছেন চেন্নাইয়ে।

● রবিচন্দ্রন অশ্বিন হতে পারেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ১০ বছর পর চেন্নাইতে ফিরেছেন এই স্পিনার। উইকেটের পেছনে থাকা ধোনির সঙ্গে অশ্বিনের কম্বিনেশন খুব ভালো। মাথার চালে দুজনে মিলে চেন্নাইকে এগিয়ে দিতে পারেন।

মিডল অর্ডারে শিবম দুবেকে খেলতে হবে ঝোড়ো ইনিংস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গড়পড়তা, তবু ফেবারিট চেন্নাই-ই

আইপিএলের ১৮তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...চেন্নাই সুপার কিংস

অধিনায়ক: রুতুরাজ গায়কোয়াড়

কোচ: স্টিভেন ফ্লেমিং

শিরোপা: ৫টি(২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩)

স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন

রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি

নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।

শক্তি

● চেন্নাই সুপার কিংস জটিল হিসাব–নিকাশে বিশ্বাসী নয়। বছরের পর বছর ধরে তারা অনেকটা একই দল নিয়ে খেলে। এবারও তাদের দলে খুব বেশি পরিবর্তন আসেনি। রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি—এই মূল ৫ ক্রিকেটার এবারও আছেন চেন্নাইয়ে।

● রবিচন্দ্রন অশ্বিন হতে পারেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ১০ বছর পর চেন্নাইতে ফিরেছেন এই স্পিনার। উইকেটের পেছনে থাকা ধোনির সঙ্গে অশ্বিনের কম্বিনেশন খুব ভালো। মাথার চালে দুজনে মিলে চেন্নাইকে এগিয়ে দিতে পারেন।

মিডল অর্ডারে শিবম দুবেকে খেলতে হবে ঝোড়ো ইনিংস

সম্পর্কিত নিবন্ধ