আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার—হেলথ অ্যান্ড নিউট্রিশন পদে কর্মী পুনর্নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: টেকনিক্যাল অ্যাডভাইজার—হেলথ অ্যান্ড নিউট্রিশন

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক হেলথ বা স্বাস্থ্য বা নিউট্রিশন–সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তরসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। কমিউনিটি বেজড হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম প্ল্যানিং, ম্যানেজমেন্ট, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় সিনিয়র টেকনিক্যাল পদে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। প্রোগ্রাম এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

বেতন: মাসিক বেতন ১ লাখ ৪৫ হাজার ৫২৫ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল, ২০২৫।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা ইসরায়েলের

লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার পর দেশটিতে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। এই পাল্টাপাল্টি হামলা তেল আবিব ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা সীমান্তের ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে।

এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী গোলা ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনা রেডিও।

ইসরায়েলি গোলা লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে, তেল আবিবের বিমান সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে হামলা চালিয়েছে, বলেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

সীমান্তের ওপার থেকে রকেট ছোড়ার জন্য কারা দায়ী, তা বলেনি ইসরায়েল।

রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ