Prothomalo:
2025-04-26@08:02:56 GMT

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Published: 22nd, March 2025 GMT

ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পানের বরজ থেকে কৃষকের লাশ উদ্ধার

রাজশাহীর দুর্গাপুরে পানের বরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক কৃষকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, গত রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাসেল মোল্লা উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। স্বজনদের অভিযোগ, রাসেলকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রাসেলের নিজের পানের বরজ আছে। তবে, লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার বরজে। গত রাতে নিখোঁজের পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। আজ সকালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের গলায় ফাঁস লাগানো থাকলেও তার পা মাটিতে লাগানো ছিল।

রাসেল মোল্লার চাচাত ভাই রিপন মোল্লা বলেন, ‘‘ধারণা করছি, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাসেল মোল্লাকে হত্যার পর লাশ পানের বরজে ঝুলিয়ে রেখেছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘‘রাসেল খুব সহজ সরল মানুষ ছিল। এলাকায় তার সঙ্গে কারো শত্রুতার কথা শোনা যায়নি।’’

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ