নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড
Published: 22nd, March 2025 GMT
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যালব্যান্সে এক ব্যক্তিকে হত্যার দায়ে নিউইয়র্কের এক টিভি অভিনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যা মামলায় অভিনেতা আইজিয়া স্টোকসকে দোষী সাব্যস্ত করে শুক্রবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক কেনেথ হোল্ডার এ রায় দেন। ৩৭ বছর বয়সী টাইরন জোনসকে গুলি করে হত্যার দায়ে ৪৫ বছর বয়সী স্টোকসকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগপত্র ও সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে কুইন্সের একটি ক্লাবে জোনসের জন্মদিনের পার্টিতে স্টোকস ও জোনসের মধ্যে দেখা হয়। সেখানে অভিনেতা নারী অতিথিদের প্রতি অনুচিত আচরণ করলে তাদের মধ্যে বিবাদ বাধে। জোনস তাকে পার্টি ছেড়ে যেতে বলেন। পরে স্টোকস পার্টির অন্য অতিথিদের সঙ্গে হাতাহাতিতে আহত হন। ২০২১ সালের ২৯ জানুয়ারির দিকে স্টোকস জোনসের গাড়ির নিচে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন এবং হত্যাকাণ্ডের দিন জোনসকে খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করেন।
২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দুপুরে স্টোকস একটি হ্যান্ডগান বের করে জোনসের গাড়ির দিকে ১১ বার গুলি ছোড়েন। জোনসের মাথা ও বুকে একাধিক গুলি লাগে। ওই বছরের ১৬ জুলাই স্টোকসকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন উইয র ক
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দল হিসেবে জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
নথিপত্রে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে ২০১৪ সালের ২৪ জুলাই জাগপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে নিবন্ধনে আইনি বিধিবিধানের শর্ত পূরণ না করার অভিযোগ তুলে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সভাপতি আইনজীবী তাসমিয়া প্রধান ওই বছরই রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে জাগপার নিবন্ধন বাতিল করে ২০২১ সালের ২৮ জানুয়ারির ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।
আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী তাসমিয়া প্রধান (বর্তমানে জাগপার সভাপতি) নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী তুরিন সিফাত ও আরিফুল ইসলাম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াছিন খান।
রায়ের পর আইনজীবী তাসমিয়া প্রধান প্রথম আলোকে বলেন, জাগপার নিবন্ধন বাতিলের ২০২১ সালের ২৮ জানুয়ারির ইসির সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে জাগপাকে ইতিপূর্বে ইসির দেওয়া নিবন্ধন বহাল থাকছে।