গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জায়ান্ট নীট ফ্যাশন লি. অনিদিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বর্তমানে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

শনিবার (২২ মার্চ) সকাল ৭ টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লি. কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১)ধারা মোতাবেক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮ টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। বর্তমানে জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তাস্থ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। 

জানা যায়, এরআগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের ৪ জন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনি ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এঘটনায় আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি (আজকের জন্য) ঘোষণা করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবর ধ

এছাড়াও পড়ুন:

বৃষ্টি চলতে পারে টানা তিনদিন, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বার্তা

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নানা জায়গায় ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দেশের বিভিন্ন জায়গায়ও আজ বৃষ্টির শুরু হয়েছে। দেশের ছয় বিভাগের বিভিন্ন স্থানেই আজ এ বৃষ্টি হতে পারে। রোববার পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।  সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়া শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিসহ বিদ্যুৎ চমকাতে পারে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আজ ও কাল
  • ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে আরও দু’দিন 
  • গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ
  • আজ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায়
  • আগামীকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে
  • বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • নান্দাইলে ইফতার অনুষ্ঠানে সংঘর্ষ, পৌর বিএনপির আহ্বায়ককে অব্যাহতি
  • বৃষ্টি চলতে পারে টানা তিনদিন, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বার্তা