ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
Published: 22nd, March 2025 GMT
ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন আগে হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি প্রকল্পাইলও গুলি করে নামানো হয়েছিল। খবর আল আরাবিয়া
হুতি যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
গোষ্ঠটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার (২২ মার্চ) ভোরে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে একথা বলেছেন।
শারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা। দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়েই বলেছেন যে, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল।
এর আগে গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা।
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলা বলে উল্লেখ করেছে যোদ্ধারা। এসব হামলায় বিশ্ব বাণিজ্যকে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন বিজ্ঞানীরা
টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নতুন প্রযুক্তির এ ব্যাটারি যেকোনো আকার ধারণ করতে পারে। এর ফলে ব্যাটারিটি ভবিষ্যতে পরিধানযোগ্য বৈদ্যুতিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও রোবট তৈরিতে কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসারণযোগ্য ব্যাটারি তৈরির জন্য অনেক বছর ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এবার কাগজ উৎপাদনের টেকসই উপজাত কন্ডাকটিভ প্লাস্টিক ও লিগনিনের ওপর ভিত্তি করে নমনীয় ব্যাটারি তৈরি করেছেন লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকীতে নতুন এ ব্যাটারির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এরই মধ্যে নতুন প্রযুক্তির ব্যাটারির একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যা ৫০০ বারের বেশি রিচার্জ ও ডিসচার্জ করার পরও কার্যক্ষমতা বজায় রাখতে পারে। এই ব্যাটারি দ্বিগুণ দৈর্ঘ্যে প্রসারিত করা হলেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। আকারহীন ব্যাটারি কনফিগারেশন অর্জন করার কারণে পরবর্তী প্রজন্মের পরিধানযোগ্য ডিভাইসে নতুনত্ব আসবে। যদিও প্রোটোটাইপ ব্যাটারিটি বর্তমানে শিল্পে ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এটি কেবল ১ ভোল্ট সঞ্চয় করতে পারে, যা একটি স্ট্যান্ডার্ড গাড়ির ব্যাটারির ভোল্টেজের ৮ শতাংশের কম।
নতুন ব্যাটারির বিষয়ে বিজ্ঞানী আইমান রহমানুদ্দিন বলেন, ‘নমনীয় ব্যাটারি তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তবে আমরা ব্যাটারির ক্ষমতা অনমনীয়তার ওপর নির্ভরশীল নয় বলে প্রমাণ করেছি। নতুন উদ্ভাবিত টেক্সচারটি কিছুটা টুথপেস্টের মতো। ব্যাটারির উপাদান থ্রিডি প্রিন্টারে ব্যবহার করে ইচ্ছেমতো ব্যাটারির আকার দেওয়া যেতে পারে। এর মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচিত হবে।’
সূত্র: এনডিটিভি