বিশ্বের ১৩৮টি শহরের মধ্যে আজ শনিবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২২৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এরপরই ১৯৪ স্কোর নিয়ে তালিকার ২য় স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। বাতাসের মানসূচকে যা ‘অস্বাস্থ্যকর’।

অন্যদিকে ১৯১ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

শনিবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে বায়ুদূষণের এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়েছে।

এছাড়াও ১৭৪ স্কোর নিয়ে তালিকার ৪র্থ‌ স্থানে অবস্থান করছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই। বায়ুর এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। পরেই স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। হ্যানয়ের স্কোর ১৬৪।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘বিপজ্জনক’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইক উএয় র আইক উএয় র

এছাড়াও পড়ুন:

নভোচারী সুনিতা–বুচকে ‘নিজের পকেট থেকে’ ওভারটাইমের অর্থ দিতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মহাকাশ থেকে সদ্য ফিরে আসা নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে প্রয়োজন হলে ‘নিজের পকেট থেকে’ ওভারটাইম দিতে চান তিনি।

ওয়াশিংটনে ওভাল অফিসে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এ মন্তব্য করেন।

বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। তাঁরা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী।

সুনিতা ও বুচ গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা সেখানে আটো পড়েন। প্রায় ৯ মাস পর তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরেন।

মহাকাশে বাড়তি দিন কাটিয়ে আসায় সুনিতা আর বুচ ওভারটাইম পাবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প সোজাসাপটা জবাব দেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব।’

ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য ৫ ডলার করে ওভারটাইম দেওয়া হয়। সুনিতা ও বুচকে আট দিনের মিশনে গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসাবে, তাঁরা অতিরিক্ত ১ হাজার ৪৩০ ডলার পাবেন।

আরও পড়ুনদ্রুত বুড়িয়ে যাওয়াসহ সুনিতা ও বুচের শরীরে কী কী প্রভাব পড়তে পারে২০ মার্চ ২০২৫

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘শুধু এটুকুই? তাঁরা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই তুলনায় এটা কিছুই নয়।’

৫৯ বছর বয়সী সুনিতা ও ৬২ বছর বয়সী বুচকে ফিরিয়ে আনতে গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠায় নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স। সেই ক্যাপসুলে চেপে তাঁরা পৃথিবীতে ফেরেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এজন্য স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে ধন্যবাদ জানান ট্রাম্প। এই ধনকুবের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এর (সাবেক টুইটার) মালিক। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির (ডিওজিই) প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ইলন মাস্ক।

আরও পড়ুনমহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা১৯ মার্চ ২০২৫

স্পেসএক্সের প্রধানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘একবার ভাবুন, তিনি যদি না থাকতেন? যদি আমাদের ইলন না থাকতেন, তাঁদের (সুনিতা ও বুচ) আরও দীর্ঘদিন মহাকাশে আটকে থাকতে হতো। আর কেইবা তাঁদের ফিরিয়ে আনতো?’

ট্রাম্প আরও যোগ করেন, মহাকাশে কয়েক মাস প্রদক্ষিণ করার পর থেকে ‘শরীরে ক্ষয় শুরু হয়ে’ যায়।

মাসের পর মাস মহাকাশে থাকলে পেশি ও হাড়ক্ষয়সহ শরীরের ওপর বেশকিছু প্রভাব দেখা যায়। পানীয়র মাত্রা বদলানোর ফলে কিডনির সমস্যা হতে পারে। দৃষ্টির সমস্যাও হতে পারে।

আরও পড়ুনমহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুচ ও সুনিতা১৯ মার্চ ২০২৫আরও পড়ুনমহাকাশ থেকে ফেরা সুনিতাদের ‘স্বাগত জানাতে’ সাগরে হাজির ডলফিনও১৯ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ