বাগেরহাটের মংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘সুমন বাহিনীর’ পাঁচ সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন। 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সুন্দরবনের ভদ্রা নদীর বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জলদস্যুতা, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে জড়িত। অভিযানের সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মংলার মো.

জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার (২২ মার্চ) সকালে আটক ব্যক্তিদের জব্দকৃত অস্ত্র ও মাদকসহ মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘সুমন বাহিনীর’ ৫ সদস্যকে আটক করা হয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/শহিদুল/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভোট হচ্ছে না, সভাপতি-সম্পাদকসহ ২১ পদে বিএনপি-জামায়াত ‘ভাগাভাগি’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের জন্য বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা ‘ভাগাভাগি’ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ, বাধার মুখে তাঁরা মনোনয়নপত্র নিতে পারেননি। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে আগামীকাল শনিবার।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ এপ্রিল আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট আর হবে না।

জানতে চাইলে মুখ্য নির্বাচনী কর্মকর্তা তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, ২১টি পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে এগুলো সঠিক পাওয়া গেছে। যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, তাই আগামীকাল তাঁদের বিজয়ী ঘোষণা করা হবে।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের মধ্যে ১৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। তাঁরা হলেন সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী মো. সিরু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মঞ্জুর হোসেন এবং সদস্য আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান ও সাজ্জাদ কামরুল হোসেন।

আর বাকি সাতটি পদে জামায়াত–সমর্থিত প্রার্থীরা রয়েছেন। তাঁরা হলেন সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, সহসম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সদস্য শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম ও মোহাম্মদ মোরশেদ।

জানতে চাইলে সভাপতি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আইনজীবীদের কল্যাণ ও বারের দুর্নীতি রোধে কাজ করে যাব। রাজনীতি বারে আনব না।’

এদিকে গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র নিতে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামীপন্থী আইনজীবী সভাপতি প্রার্থী আবদুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরীসহ চারজন প্রার্থীর সই করা লিখিত অভিযোগে বলা হয়, দুপুরে সমিতির পাঠাগার থেকে মনোনয়ন ফরম কেনার জন্য যান তাঁরা। ওই সময় তাঁদের বাধা দেওয়া হয়। সেখানে আইনজীবীর পাশাপাশি কিছু বহিরাগতও ছিলেন। পরে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে বলা হলেও তাঁরা কেউ মনোনয়ন ফরম কিনতে যাওয়া আইনজীবীদের সঙ্গে যাননি।

আওয়ামী লীগ–সমর্থিত সভাপতি প্রার্থী আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বারের ইতিহাসে এ রকম ঘটনা কখনো ঘটেনি। এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ৪ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনায় গঠন করা কমিটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানসহ পাঁচ কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

পদত্যাগ করার কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও জেলা আইনজীবী সমিতিতে আবেদন করে। অন্যদিকে বিএনপি ও জামায়াত জোট-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন বরাবর আরেকটি আবেদন করে সমন্বয় পরিষদের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানায়।

১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠিত হয়। দুই মাসের মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নেয়। গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিদ্বন্দ্বী নেই, সব পদে জয়ী বিএনপি-জামায়াতপন্থিরা
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিনা ভোটে জয়ী হচ্ছেন সবাই
  • ভোট হচ্ছে না, সভাপতি-সম্পাদকসহ ২১ পদে বিএনপি-জামায়াত ‘ভাগাভাগি’