আলমাদার গোলে উগুরুয়ের মাঠে আর্জেন্টিনার জয়
Published: 22nd, March 2025 GMT
লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়েই ধোঁয়াশা ছিল। ফ্রন্ট লাইনে হুলিয়ান আলভারেজের নাম নিশ্চিত ছিল। তবে থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনে শুরুর একাদশে অবধারিত ছিলেন না। উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সেন্তেনারিওতে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোল করেন ধারে ফ্রান্সের ক্লাব লিঁওতে খেলা ২৩ বছর বয়সী তরুণ থিয়াগো আলমাদা। ১১ নম্বর জার্সি পরিহিত এই তরুণ ম্যাচের ৬৮ মিনিটে একমাত্র গোলটি করেন।
ম্যাচে আর্জেন্টিনা একটি দুঃসংবাদও পেয়েছে। ম্যাচের যোগ করা সময়ে বদলি নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকালের ম্যাচে তিনি খেলতে পারবেন না।
উরুগুয়ের ডাগআউটে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলোনা বিয়েলসা থাকায় আলবিসেলেস্তেদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তিনি উরুগুয়ের ডাগ আউটে দাঁড়িয়ে প্রথাগত পজিশন প্লেয়িং পছন্দ করেন। বল ধরে রাখার ওই লড়াইয়ে এগিয়ে ছিল বিয়েলসার উরুগুয়ে। সঠিক পাস দেওয়ার ক্ষেত্রেও।
তবে ঘরের মাঠে খেলা উরুগুয়ের ৬ শটের বিপরীতে গোলে ১২ শট নিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে যেখানে মাত্র ২টি শট পোস্টে রাখতে পেরেছিল আর্জেন্টিনা রেখেছিল ৪টা। খুব বেশি বিপদ ছাড়াই তাই উরুগুয়ে জয় করেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুইয়ে থাকা ইকুয়েডর ২২ ও তিনে থাকা ব্রাজিল ২১ পয়েন্ট তুলেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প ব ছ ই আর জ ন ট ন ফ টবল আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে হিযবুত তাহরীরের সাইবার বিশেষজ্ঞ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংগঠনটির কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ফাইয়াজকে আটক করে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ হিযবুত তাহরীরের সদস্য। গোপনে খবর পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।