সহপাঠীকে খুনের দায়ে গ্রেপ্তার হয় ১৩ বছরের কিশোর জেমি মিলার। কিন্তু সে কি সত্যিই খুন করেছে? জেমির পরিবার, এক গোয়েন্দা আর থেরাপিস্ট মারিয়া হন্যে হয়ে সত্যের খোঁজ করে। এ-ই হলো অ্যাডোলসেন্স-এর গল্প।

১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে চার পর্বের এই ব্রিটিশ মিনি সিরিজ। মুক্তির পর থেকেই ক্রাইম ড্রামাটির উচ্ছ্বসিত প্রশংসা করছেন সমালোচকেরা। কেবল গল্প, চরিত্র বা অভিনয় নয়; অ্যাডোলসেন্স-এর কারিগরি দিক নিয়েও কথা হচ্ছে। কারণ, এক টেকে ধারণ করা হয়েছে সিরিজটির প্রথম পর্ব।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সিরিজটিকে ৫-এ ৫ রেটিং দিয়ে বলেছে, এটি প্রায় নিখুঁত কাজ। আবেগ, সত্য আর পারিবারিক বন্ধন মিলিয়ে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা কাজ।

সিরিজের দৃশ্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন বিজ্ঞানীরা

টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নতুন প্রযুক্তির এ ব্যাটারি যেকোনো আকার ধারণ করতে পারে। এর ফলে ব্যাটারিটি ভবিষ্যতে পরিধানযোগ্য বৈদ্যুতিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও রোবট তৈরিতে কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসারণযোগ্য ব্যাটারি তৈরির জন্য অনেক বছর ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এবার কাগজ উৎপাদনের টেকসই উপজাত কন্ডাকটিভ প্লাস্টিক ও লিগনিনের ওপর ভিত্তি করে নমনীয় ব্যাটারি তৈরি করেছেন লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকীতে নতুন এ ব্যাটারির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এরই মধ্যে নতুন প্রযুক্তির ব্যাটারির একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যা ৫০০ বারের বেশি রিচার্জ ও ডিসচার্জ করার পরও কার্যক্ষমতা বজায় রাখতে পারে। এই ব্যাটারি দ্বিগুণ দৈর্ঘ্যে প্রসারিত করা হলেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। আকারহীন ব্যাটারি কনফিগারেশন অর্জন করার কারণে পরবর্তী প্রজন্মের পরিধানযোগ্য ডিভাইসে নতুনত্ব আসবে। যদিও প্রোটোটাইপ ব্যাটারিটি বর্তমানে শিল্পে ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এটি কেবল ১ ভোল্ট সঞ্চয় করতে পারে, যা একটি স্ট্যান্ডার্ড গাড়ির ব্যাটারির ভোল্টেজের ৮ শতাংশের কম।

নতুন ব্যাটারির বিষয়ে বিজ্ঞানী আইমান রহমানুদ্দিন বলেন, ‘নমনীয় ব্যাটারি তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তবে আমরা ব্যাটারির ক্ষমতা অনমনীয়তার ওপর নির্ভরশীল নয় বলে প্রমাণ করেছি। নতুন উদ্ভাবিত টেক্সচারটি কিছুটা টুথপেস্টের মতো। ব্যাটারির উপাদান থ্রিডি প্রিন্টারে ব্যবহার করে ইচ্ছেমতো ব্যাটারির আকার দেওয়া যেতে পারে। এর মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচিত হবে।’

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ