পাকিস্তানের বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের লাহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা
Published: 22nd, March 2025 GMT
বিনা মূল্যে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়। কমসটেক এবং লাহোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের এক বৃত্তিতে এ সুযোগ দেওয়া হবে। ফুল ডিগ্রি প্রোগ্রাম, ফেলোশিপ এবং শর্ট–টার্ম ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে স্কলারশিপ। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র্যাংকিংয়ে ২০২৫ সালে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে আছে ইউনিভার্সিটি অব লাহোর।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
বৃত্তিতে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেটার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফার্মেসিতে পড়াশোনার সুযোগ মিলবে।
আবেদনের যোগ্যতা—
বাংলাদেশের নাগরিক
বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকেরাও এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন
আবেদনকারীর বয়স ১৭-৪৫ বছর বয়সের মধ্যে
নারী এবং সংখ্যালঘু অগ্রাধিকার দেওয়া হবে এ বৃত্তিতে
শিক্ষার্থী, তরুণ গবেষক, বিজ্ঞানীরা (পিএইচডি, মাস্টার্স, স্নাতক প্রোগ্রামে ভর্তি অথবা সক্রিয় গবেষণায় জড়িত) এ প্রোগ্রামের জন্য আবেদনের যোগ্য
ফাইল ছবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাটে এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন।
এর আগে, শুক্রবার রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফজলু হক লালমনিরহাটের চর গোগুন্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ ভুক্তভোগী কিশোরীদের বাড়িতে যায় ফজলুল হক ও তার স্ত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে কিশোরীকে অপহরণ করে তারা। পরে আটকে রেখে ১৮ দিন সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। গত বুধবার রাতে কৌশলে পালিয়ে আসে ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় মামলা হলে শুক্রবার রাতে পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:
জামালপুরে ‘পাওনা টাকা’ দেওয়ার কথা বলে যুবককে নির্যাতন
কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ওসি তছলিম উদ্দিন বলেন, ‘‘সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
ঢাকা/সৈকত/রাজীব