কী কারণে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার প্রস্তাব ফেরান ঐশ্বরিয়া?
Published: 22nd, March 2025 GMT
করন জোহর নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমাটিতে ‘রাহুল খান্না’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ‘টিনা মালহোত্রা’ চরিত্রে দেখা যায় রানী মুখার্জিকে। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পায় এটি।
প্রেক্ষাগৃহে মুক্তির পর রানীর চরিত্রটি দর্শক হৃদয়ে আলাদাভাবে দাগ কাটে। মজার বিষয় হলো, চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখান করেন ‘দেবদাস’ তারকা। ফিল্ম ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়া রাই বলেন, “আমি যদি সিনেমাটিতে অভিনয় করতাম তাহলে মানুষ বলতেন, ‘দেখ, ঐশ্বরিয়া রাই আগে মডেলিং জীবনে যা করতেন তাই করছে। স্ট্রেট চুল, মিনি স্কার্ট, গ্ল্যামারাস লুকে ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছে।’ আমি যদি টিনা চরিত্রে অভিনয় করতাম, তাহলে মানুষ বিনা বিবেচনায় আমার সমালোচনা করতেন।”
ঐশ্বরিয়া ছাড়াও ‘টিনা’ চরিত্রে অভিনয়ের জন্য টুইঙ্কেল খান্না, উর্মিলা মাতন্ডকর এবং টাবুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তারাও এই প্রস্তাব ফিরিয়ে দেন। সর্বশেষ রানী মুখার্জি ‘টিনা মালহোত্রা’ চরিত্র রূপায়ন করেন। সিনেমাটি মুক্তির পর রানীর চরিত্রটি ‘আইকনিক চরিত্র’ হয়ে ওঠে।
তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কাহিনি। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ১০ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল; আয় করেছিল ১০৭ কোটি রুপি।
তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করেন— কাজল, সালমান খান, অনুপম খের, জনি লিভার, মনীষ মালহোত্রা, ফারাহ খান প্রমুখ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পর বক্স অফিস সফলতা ছাড়াও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ৮টি বিভাগে পুরস্কার লাভ করে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ক ত র পর প রস ত ব
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে মটর মেকানিকের বাড়িতে ডাকাতি
আড়াইহাজারে এক মটর মেকানিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আড়াইহাজার থানা থেকে কিছু অদুরে আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় বাইদুল হক নামে এক ব্যাক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে পারেনি। রমজান মাসে একের পরএক বাড়ি-ঘরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে আতংক ছড়িয়ে পড়ছে উপজেলাজুড়ে।
ভুক্তভোগী বাইদুল হক জানান, রাত আনুমানিক সোয়া ১টার দিকে মুখোশ পরিহিত ২৫-৩০ জনের একদল ডাকাত একতলা ভবনের কাঁঠের দরজার লাঠি মেরে ভেঙে ফেলে। পরে দুস্কৃতিকারীরা কক্ষের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর পড়নের ওড়না ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে।
এসময় প্রতিবাদ করায় তার মুখে বালিশ চাপা দেয়া হয়েছে। এক পর্যায়ে আলমারী তছনছ করে ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমাদের বাড়িতে অতীতে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি। রমজান মাসে এমন ঘটনা মানা যায়না।’
এদিকে স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে রমজান মাসে মানুষ একটু শান্তিমত এবাদত করতে পারছেনা। দিনের বেলা রাস্তা-ঘাটে চুরি ছিনতাই। আর রাতে বসত বাড়িতে ডাকাতি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।
ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে লুট করছে। কিন্তু পুলিশ এগুলো থামাতে পারছেনা। রাতে এলাকাবাসীর এখন থেকে যানমালের নিরাপত্তায় পাহাড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করতে পারেনি। তিনি বলেন, তবে দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবেন।