বেশ কয়েক মাস দেশে নেই অপূর্ব। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। তার আগেই ঈদের একাধিক নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এর শুটিং শেষ করেছেন। প্রকাশ পেয়েছে এ ওয়েব ফিল্মের ট্রেলার। এতে অন্য রকম এক অপূর্বকে আবিষ্কার করেছেন দর্শক। তাঁর সঙ্গে জুটি হয়েছেন তাসনিয়া ফারিণ। এর আগে নাটক আর টেলিছবিতে অভিনয় করলেও এবারই প্রথম তাঁরা দুজন ওয়েব ফিল্মে জুটি হলেন। ওয়েব ফিল্মটির পরিচালক কাজল আরেফিন, সবাই তাঁকে অমি নামে চেনেন।

কাজল আরেফিনের একাধিক নাটকে আলাদাভাবে কাজ করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। দুজন এই পরিচালকের সঙ্গে কাজের ব্যাপারে নিজেদের স্বাচ্ছন্দ্যের কথাও জানান। গেল বছরের অক্টোবরে ‘হাউ সুইট’–এর ঘোষণা দেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন। জানান, এই ফিল্মের প্রধান দুই অভিনয়শিল্পী অপূর্ব ও ফারিণ। ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পুরো কাজ শেষ না হওয়ায় ঈদে মুক্তি পাচ্ছে। ট্রেলার মুক্তির পর ফেসবুকে নাটক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ‘হাউ সুইট’ নিয়ে চলছে আলোচনা। ইউটিউব ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে ট্রেলার।

ওয়েব ফিল্ম হাউ সুইট–এ অভিনয় করেছেন অপূর্ব, ফারিণ, পাভেল।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ উ স ইট কর ছ ন

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে মটর মেকানিকের বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক মটর মেকানিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আড়াইহাজার থানা থেকে কিছু অদুরে আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় বাইদুল হক নামে এক ব্যাক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে পারেনি। রমজান মাসে একের পরএক বাড়ি-ঘরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে আতংক ছড়িয়ে পড়ছে উপজেলাজুড়ে। 

ভুক্তভোগী বাইদুল হক জানান, রাত আনুমানিক সোয়া ১টার দিকে মুখোশ পরিহিত ২৫-৩০ জনের একদল ডাকাত একতলা ভবনের কাঁঠের দরজার লাঠি মেরে ভেঙে ফেলে। পরে দুস্কৃতিকারীরা কক্ষের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর পড়নের ওড়না ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে।

এসময় প্রতিবাদ করায় তার মুখে বালিশ চাপা দেয়া হয়েছে। এক পর্যায়ে আলমারী তছনছ করে ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমাদের বাড়িতে অতীতে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি। রমজান মাসে এমন ঘটনা মানা যায়না।’

এদিকে স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে রমজান মাসে মানুষ একটু শান্তিমত এবাদত করতে পারছেনা। দিনের বেলা রাস্তা-ঘাটে চুরি ছিনতাই। আর রাতে বসত বাড়িতে ডাকাতি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।

ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে লুট করছে। কিন্তু পুলিশ এগুলো থামাতে পারছেনা। রাতে এলাকাবাসীর এখন থেকে যানমালের নিরাপত্তায় পাহাড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করতে পারেনি। তিনি বলেন, তবে দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবেন। 

সম্পর্কিত নিবন্ধ