গোপনে ফ্যাসিস্টদের সহযোগিতা করলেও কারও ক্ষমা নেই: যুবদল সভাপতি
Published: 22nd, March 2025 GMT
কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায় তারা অবশ্যই চিহ্নিত হবে। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিএনপি বা অঙ্গসংগঠনে কাউকে প্রবেশ দিলে কারও ক্ষমা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার নারায়ণগঞ্জে পৃথক দুটি অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।
এসব কর্মসূচিতে যুবদল সভাপতি বলেন, আওয়ামী লীগ গত তিনটি ভোটবিহীন নির্বাচন করেছে। দিনের ভোট রাতে করিয়েছে। ডামি ভোট করেছে। আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর অত্যাচার করেছে। বিশেষ করে শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ তাদের দোসররা ত্রাসের রাজত্ব কয়েম করেছিল।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এ রকম সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে পারবে না উল্লেখ করে আব্দুল মোনায়েম মুন্না বলেন, অবিলম্বে নারায়ণগঞ্জে অবস্থানকারী আওয়ামী লীগের সন্ত্রাসী, ক্যাডার বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনতে হবে।
আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে নেতাকর্মীর উদ্দেশে যুবদল সভাপতি বলেন, বিএনপি বা অঙ্গসংগঠনে কাউকে প্রবেশ দিলে কারও ক্ষমা নেই। জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।
তিনি ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ব্যক্তিদের হাতে খাদ্য, শাড়ি-লুঙ্গি তুলে দেন। জেলা যুবদল শহরের সরকারি গার্লস স্কুল মাঠে ও মহানগর যুবদল নগরীর তল্লার বিবি মরিয়ম হাইস্কুল মাঠে এসব বিতরণের অনুষ্ঠান আয়োজন করে। এসব অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল য বদল র ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশ নেন।
দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগম।
আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন খুটিনাটি স্মৃতিচারণ করেন। এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন প্রয়াত হাজী উজির আলীর উত্তরসুরীরাও।
ইফতার মাহফিলের অনাড়ম্বর এ আয়োজনের প্রশংসা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, “এই আয়োজনটা হচ্ছে ভ্রাতৃত্বের আয়োজন। সিনিয়র-জুনিয়র মিলে এই ইফতার উপলক্ষে দেখা হয়, সাক্ষাৎ হয়।
অনেকে অনেক ব্যস্ততার কারণে দেখা হয় না সাক্ষাৎ হয় না। কিন্তু এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক স্মৃতিচারণ হয়। আপনাদের এই বিশাল আয়োজন দেখে আমরা অনেক মুগ্ধ। এ অনুষ্ঠান করতে আয়োজক কমিটিরা মনে হয় অনেক কষ্ট করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।
তিনি আরও বলেন, “আমাদের জেলা প্রশাসক স্যার নারায়ণগঞ্জ নিয়ে অনেক চিন্তিত। এ নারায়ণগঞ্জকে গ্রিন নারায়ণগঞ্জ তৈরি করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এতে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমরা চাই।”
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, “আগে বুঝতে পারিনি এত বিশাল ও সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি এই বিদ্যালয়টি অনেক পুরোনো। ফতুল্লা থানায় এই স্কুলটি যুগ যুগ ধরে আলো ছড়িয়ে আসছে, এই আয়োজন তার প্রমাণ। প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করেছে এবং আমাদেরকে এখানে দাওয়াত করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মোফাজ্জল হোসেন। সন্ধ্যায় ইফতারের পর এ আয়োজনের সমাপ্তি হয়।