গরু চুরির অভিযোগে রুবেলকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলা হয় বিলের মাঝে
Published: 22nd, March 2025 GMT
চট্টগ্রামের রাউজানে গরু চুরির অভিযোগে মো. রুবেল (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশের বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেল চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার প্রয়াত নুরুল আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার ভোরে পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ বিলের মাঝখানে ফেলে রাখে। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাউজান থানা পুলিশ জানায়, নিহত রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, ‘চোরাই একটি গরু উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল শ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্রগ্রেসিভ লাইফ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য বিমা খাতে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২২ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০.০৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৪৭.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬২.৩০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইন পুকুর সিরামিকসের ২৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৩.০৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ শতাংশ, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৭৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ১৮.৪৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১৮.৪২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৭.৮৬ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৪.৭৫ শতাংশ ও একমি পেস্টিসাইডের ১৪.২৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা