জুলাই গণ-অভ্যুত্থানসহ বিগত সময়ের সব হত্যা, গুম ও নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ–ইফতার মাহফিলে ইউনুস আহমাদ এ দাবি জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এই ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মানুষের জীবনকে যারা টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, ইতিহাস তাদের ক্ষমা করে না উল্লেখ করে ইউনুস আহমাদ বলেন, ‘শহীদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। রক্তের মূল্য বৃথা যায় না। কোনো রাজনীতি, কোনো অজুহাত বা কোনো কূটকৌশলে মানুষের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে, ইতিহাস তাদের ক্ষমা করে না। রক্তের দায় যারা অস্বীকার করে, তাদের শাস্তি ভোগ করতেই হয়।’

তরুণদের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘দেশে শিল্পায়ন করতে হবে, তারুণ্যকে সহজ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দিতে হবে। স্টার্ট-আপ প্রোগ্রামকে বাধাহীনভাবে উৎসাহ দিতে হবে।’

ইফতার মাহফিলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ ইমতিয়াজ আলম,‍ ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রবিষয়ক সম্পাদক মনির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নিয়ামাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাছিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

কারখানা অনিদিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জায়ান্ট নীট ফ্যাশন লি. অনিদিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বর্তমানে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

শনিবার (২২ মার্চ) সকাল ৭ টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লি. কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১)ধারা মোতাবেক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮ টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। বর্তমানে জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তাস্থ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। 

জানা যায়, এরআগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের ৪ জন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনি ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এঘটনায় আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি (আজকের জন্য) ঘোষণা করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ