ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছায়া জাতিসংঘ সংগঠনের (ডিউমুনা) উদ্যোগে ১২তম বারের মতো চারদিন ব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫’ আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশ নিতে শনিবার থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

শুক্রবার সংগঠন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য দেওয়া হয়েছে- ‘আইনের শাসন ও বৈশ্বিক দৃষ্টান্তের রদবদল: ন্যায়, সমতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’।

সংগঠনের সভাপতি নওশিন ফাতমির নেতৃত্বে ২৯ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত সম্মেলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের এবারের অধিবেশনে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। পার্শ্ববর্তী দেশগুলো থেকেও শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা তাদের কূটনৈতিক ও যোগাযোগ দক্ষতা এবং উপস্থিত বক্তৃতার মতো গুণের বিকাশ ঘটাতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের ফেসবুক পেজে অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গঠন

এছাড়াও পড়ুন:

কারখানা অনিদিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জায়ান্ট নীট ফ্যাশন লি. অনিদিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বর্তমানে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

শনিবার (২২ মার্চ) সকাল ৭ টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লি. কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১)ধারা মোতাবেক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮ টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। বর্তমানে জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তাস্থ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। 

জানা যায়, এরআগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের ৪ জন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনি ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এঘটনায় আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি (আজকের জন্য) ঘোষণা করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ