বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘কিছুদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সংস্কারের দাবি তোলা হচ্ছে। আসলেই রাষ্ট্রব্যবস্থার সংস্কার দরকার। সংস্কার হতে পারে সর্বজনীন কল্যাণে। আবার তা হতে পারে উচ্চ শ্রেণির লোকদের সুবিধার জন্য। আমরা জনগণের স্বার্থে সংস্কার চাই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং ‘রাজনীতি কী এবং কেন’ শীর্ষক আলোচনা সভায় আবুল কাসেম ফজলুল হক এ কথাগুলো বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অমূল্য কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার।

আলোচনায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশের জনমনে রাজনীতির প্রতি, রাজনৈতিক নেতাদের প্রতি এখন কোনো শ্রদ্ধাবোধ নেই। জনমনের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য দেশের বিবেকবান চিন্তাশীল লোকদের লিখতে হবে।’

এম এ আলীম সরকার বলেন, ‘অনুসন্ধান করলে দেখা যায়, ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিরাট অঙ্কের টাকা আয় করেন। প্রকৃতপক্ষে রাজনীতিকেই তাঁরা অর্থ আয়ের অবলম্বন করে ফেলেন। এই ধরনের রাজনীতিতে প্রকৃতপক্ষে কোনো রাজনীতি থাকে না।’

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো.

শরীফ আব্দুল্লাহ হিস সাকী, শামীম ইসতিয়াক চৌধুরী। আরও বক্তব্য দেন বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রভাষক বিজন হালদার, কেন্দ্রীয় সদস্য প্রভাষক মহাসীন আলমগীর প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত

এছাড়াও পড়ুন:

সর্বজনীন কল্যাণে রাষ্ট্রব্যবস্থার সংস্কার দরকার: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘কিছুদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার সংস্কারের দাবি তোলা হচ্ছে। আসলেই রাষ্ট্রব্যবস্থার সংস্কার দরকার। সংস্কার হতে পারে সর্বজনীন কল্যাণে। আবার তা হতে পারে উচ্চ শ্রেণির লোকদের সুবিধার জন্য। আমরা জনগণের স্বার্থে সংস্কার চাই।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং ‘রাজনীতি কী এবং কেন’ শীর্ষক আলোচনা সভায় আবুল কাসেম ফজলুল হক এ কথাগুলো বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অমূল্য কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার।

আলোচনায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বাংলাদেশের জনমনে রাজনীতির প্রতি, রাজনৈতিক নেতাদের প্রতি এখন কোনো শ্রদ্ধাবোধ নেই। জনমনের এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ জন্য দেশের বিবেকবান চিন্তাশীল লোকদের লিখতে হবে।’

এম এ আলীম সরকার বলেন, ‘অনুসন্ধান করলে দেখা যায়, ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিরাট অঙ্কের টাকা আয় করেন। প্রকৃতপক্ষে রাজনীতিকেই তাঁরা অর্থ আয়ের অবলম্বন করে ফেলেন। এই ধরনের রাজনীতিতে প্রকৃতপক্ষে কোনো রাজনীতি থাকে না।’

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. শরীফ আব্দুল্লাহ হিস সাকী, শামীম ইসতিয়াক চৌধুরী। আরও বক্তব্য দেন বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় সদস্য প্রভাষক বিজন হালদার, কেন্দ্রীয় সদস্য প্রভাষক মহাসীন আলমগীর প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ