নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়ায় এ ঘটনা ঘটে। ডাকাতিতে বাধা দেওয়ায় ওই পরিবারের চারজনকে কুপিয়েছে হামলাকারীরা।
স্থানীয় সূত্র জানায়, মাঝিনা কোটাপাড়ার বাড়িটি স্থানীয় ব্যবসায়ী কবির হোসেনের। শুক্রবার ভোরে ১৫-২০ জন সশস্ত্র ডাকাত পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
আহত ব্যবসায়ী কবির আহমেদের ভাষ্য, ডাকাতরা তাদের কাছে আলমারির চাবি চাইলে তারা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে কোপাতে থাকে। পরে আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। 
এ সময় কবির, তাঁর স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মোক্তার হোসেন ডাকাতদের কোপে গুরুতর আহত হন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় কবির হোসেন, রৌশনা আক্তার, নাদিয়া ইসলাম, মোক্তার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নারায়ণগঞ্জের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস য়

এছাড়াও পড়ুন:

কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশ নেন।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগম।

আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন খুটিনাটি স্মৃতিচারণ করেন। এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন প্রয়াত হাজী উজির আলীর উত্তরসুরীরাও।

ইফতার মাহফিলের অনাড়ম্বর এ আয়োজনের প্রশংসা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, “এই আয়োজনটা হচ্ছে ভ্রাতৃত্বের আয়োজন। সিনিয়র-জুনিয়র মিলে এই ইফতার উপলক্ষে দেখা হয়, সাক্ষাৎ হয়।

অনেকে অনেক ব্যস্ততার কারণে দেখা হয় না সাক্ষাৎ হয় না। কিন্তু এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক স্মৃতিচারণ হয়। আপনাদের এই বিশাল আয়োজন দেখে আমরা অনেক মুগ্ধ। এ অনুষ্ঠান করতে আয়োজক কমিটিরা মনে হয় অনেক কষ্ট করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।

তিনি আরও বলেন, “আমাদের জেলা প্রশাসক স্যার নারায়ণগঞ্জ নিয়ে অনেক চিন্তিত। এ নারায়ণগঞ্জকে গ্রিন নারায়ণগঞ্জ তৈরি করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এতে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমরা চাই।”

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, “আগে বুঝতে পারিনি এত বিশাল ও সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি এই বিদ্যালয়টি অনেক পুরোনো। ফতুল্লা থানায় এই স্কুলটি যুগ যুগ ধরে আলো ছড়িয়ে আসছে, এই আয়োজন তার প্রমাণ। প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করেছে এবং আমাদেরকে এখানে দাওয়াত করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মোফাজ্জল হোসেন। সন্ধ্যায় ইফতারের পর এ আয়োজনের সমাপ্তি হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গোপনে ফ্যাসিস্টদের সহযোগিতা করলেও কারও ক্ষমা নেই: যুবদল সভাপতি
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শহরে খেলাফত মজলিসের বিক্ষোভ
  • ৩নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা
  • ক্ষুব্দ হয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন যুবদল কেন্দ্রীয় সভাপতি
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ
  • গাফফারের মৃত্যুতে মহানগর বিএনপির শোক 
  • সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু অধরা
  • কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল