Samakal:
2025-03-22@02:41:47 GMT

মোরগ যেভাবে রাজা হলো

Published: 21st, March 2025 GMT

মোরগ যেভাবে রাজা হলো

সে অনেক অনেক দিন আগের কথা। এক বনে একটি মাত্র মোরগ বাস করতো। জন্মানোর পরই হারিয়ে গিয়ে সেই বনে আটকা পড়ে। মোরগটি হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বের হলো। তার সামনেই বিশাল একটি পুকুর। পুকুরের পাশে হাঁসের ছোট্ট একটি ঘর দেখতে পায় সে। তা দেখে বাচ্চা মোরগটি ঘরটির ভেতরে ঢুকলো। ঢুকে অবাক হয়ে গেলো সে। সেখানে দুটি বড় হাঁস ও তাদের ১২টি ছানা ছিলো। দুটি বড় হাঁসের মধ্যে একটি হাঁস তার নাম জানতে চাইলো। মোরগটি কোনো উত্তর দিলো না। ১২টি হাঁসের বাচ্চার মধ্যে একটি হাঁস সেই বাচ্চা মোরগের কাছে গেলো। ও মোরগটিকে বললো, আমি সামিন। তুমি কি আমার বন্ধু হবে? মোরগটি উত্তরে বলল, হ্যাঁ, আমি নিশ্চয় তোমার বন্ধু হবো। মোরগটা হাঁস ও তাদের বাচ্চাদের সামনে বেশ কয়েকদিন থাকলো। তারপর সে সিদ্ধান্ত  নিলো, সে ওই পাড়ে যাবে। একটি বড় হাঁস তখন বললো, তুমি আমার পিঠে ওঠো। আমি তোমাকে ওই পাড়ে রেখে আসি। তখন বাচ্চা মোরগটি তার হাঁস বন্ধুদের কাছ থেকে বিদায় নিলো। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা সেই পাড়ে পৌঁছে যায়। মোরগটি পাড়ে নেমে হাঁসটিকে ধন্যবাদ দিলো ও বিদায় জানালো। মোরগটি কিছু দূর যেতেই সে কয়েকটি মোরগ পরিবার দেখতে পেলো। সে সেখানে চলে গেলো। সে সবার থেকে সুন্দর ছিলো বলে তাকে রাজা হিসেবে ঘোষণা করা হলো এবং সে সুখে-শান্তিতে বাস করতে লাগলো।
n বয়স : ১+২+৩+৩ বছর; চতুর্থ শ্রেণি, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, কুড়িগ্রাম

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কোথায় দেখাবে আর কী থাকছে

বছর ঘুরে আবার এল আইপিএল। বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এই টি–টোয়েন্টি টুর্নামেন্টের ১৮তম আসর শুরু হচ্ছে আজ।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ হওয়াকে রীতিই বলা যায়। আর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মানেই একঝাঁক বলিউড অভিনেতা–অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের মিলনমেলা ও তাঁদের চোখধাঁধানো পারফরম্যান্স।

এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, কোন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে—জেনে নিতে পারেন এখানে।

কবে

আজ ২২ মার্চ ২০২৫, শনিবার

কোথায়

ইডেন গার্ডেন, কলকাতা

এবারের আইপিএলের ১০ অধিনায়ক

সম্পর্কিত নিবন্ধ