তাহিরপুরের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের নিয়ে উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের ক্লোজার পরিদর্শন করেন তিনি। 
বৃহস্পতিবার সকাল থেকে তাহিরপুরের শনি, মাটিয়ান, মহালিয়া, বর্ধিত গুরমা, বর্ধিত মাটিয়ান, আঙ্গারুলি ও হালির হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো.

মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. মনির হোসেন এবং সংশ্লিষ্ট পিআইসির সভাপতি ও সদস্যরা।
ফসল রক্ষা বাঁধের কাজে গুণগতমান পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের হাওরে সবচেয়ে সেরা ক্লোজারের কাজ হয়েছে ছিলানি তাহিরপুর ক্লোজার। এ সময় তিনি জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারকে ছিলানি তাহিরপুর ক্লোজারের পিআইসি কমিটিকে শতভাগ বিল পরিশোধ করার নির্দেশ দেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক

দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির

সম্পর্কিত নিবন্ধ