যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে বর্বর ইসরায়েলী হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

আজ ২১মার্চ ২০২৫ শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব এর সঞ্চালনায় ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সিনিয়র সহ সভাপতি 
মাওলানা আবু সাঈদ বলেন, ‘আমরা বিশ্বসভ্যতাকে জানিয়ে দিতে চাই বেলফোর ঘোষণা ও ব্রিটিশ মেন্ডেডের মধ্য দিয়ে যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল, প্রথমেই সেই মেন্ডেডগুলা ও ঘোষণাগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। অর্ধকোটি জনসংখ্যার যে ফিলিস্তিন, যার ছিল ২৮ হাজার বর্গমাইলের একটি স্বাধীন ভূখণ্ড। অবৈধ দখলদার ইসরায়েল সেই ফিলিস্তিনকে দখল করতে করতে আজ তার আয়তন হচ্ছে মাত্র ৬ হাজার বর্গমাইল। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে। সেখানে মানুষের যে মৌলিক অধিকার, তার কোনোটাই বাস্তবায়ন করতে দেয়া হচ্ছে না। আজকে সেখানে ত্রাণ পাঠানো কঠিন হয়ে যাচ্ছে।’
আজকে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধরাও ফিলিস্তিনে নিরাপদ নয়। আমরা জাতিসংঘ, বিশ্বের মানবতাকামী সংগঠনের প্রতি আহ্বান জানাই অচিরেই ইসরায়েলকে বয়কট করুন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের যৌক্তিক দাবি মেনে নিন। অন্যথায় বিশ্ব মুসলিম সম্প্রদায় বসে থাকবে না। এ দেশের তৌহিদী জনতা বসে থাকবে না। আমরা ইসরায়েলের সেই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে বর্বরতম হামলা বন্ধের জন্য অবিলম্বে মধ্যপ্রাচ্যের সকল মুসলিম দেশকে সম্মিলিতভাবে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা ও প্রতিবাদ জানানোর আহবান জানাচ্ছি।
রমজান মাসে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর উগ্র হিন্দুদের আগ্রাসন ও মুসলিম হত্যার প্রতিবাদে  অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিরুদ্ধে নিন্দা জানানোর আহবান জানাচ্ছি। এছাড়াও দেশের সকল নাগরিককে ইসরায়েল ও ভারতের পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা। 
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মহানগরীর সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, জনাব নূর আলম, মাওলানা মীর আহমাদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা নুরুজ্জামান, জনাব মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি সাকিব সাইফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির, সহ-প্রশিক্ষণ  সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা শাহআলম জিমাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা লোকমান, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ সোলাইমান, যুব মজলিস পঞ্চগড় জেলার দায়িত্বশীল মাওলানা ওমর ফারুক, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি নাজমুল হক রনি বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি প্রেসক্লাব থেকে বের হয়ে চাষাড়া মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসর য় ল র বর বর

এছাড়াও পড়ুন:

কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের শতবর্ষি শিক্ষা প্রতিষ্ঠান দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশ নেন।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া বেগম।

আয়োজক প্রাক্তন শিক্ষার্থীরা জানান, ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন খুটিনাটি স্মৃতিচারণ করেন। এ আয়োজনে অতিথি হিসেবে ছিলেন প্রয়াত হাজী উজির আলীর উত্তরসুরীরাও।

ইফতার মাহফিলের অনাড়ম্বর এ আয়োজনের প্রশংসা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, “এই আয়োজনটা হচ্ছে ভ্রাতৃত্বের আয়োজন। সিনিয়র-জুনিয়র মিলে এই ইফতার উপলক্ষে দেখা হয়, সাক্ষাৎ হয়।

অনেকে অনেক ব্যস্ততার কারণে দেখা হয় না সাক্ষাৎ হয় না। কিন্তু এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক স্মৃতিচারণ হয়। আপনাদের এই বিশাল আয়োজন দেখে আমরা অনেক মুগ্ধ। এ অনুষ্ঠান করতে আয়োজক কমিটিরা মনে হয় অনেক কষ্ট করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ।

তিনি আরও বলেন, “আমাদের জেলা প্রশাসক স্যার নারায়ণগঞ্জ নিয়ে অনেক চিন্তিত। এ নারায়ণগঞ্জকে গ্রিন নারায়ণগঞ্জ তৈরি করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এতে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমরা চাই।”

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, “আগে বুঝতে পারিনি এত বিশাল ও সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের উপস্থিতি দেখে বুঝতে পারছি এই বিদ্যালয়টি অনেক পুরোনো। ফতুল্লা থানায় এই স্কুলটি যুগ যুগ ধরে আলো ছড়িয়ে আসছে, এই আয়োজন তার প্রমাণ। প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজনটি করেছে এবং আমাদেরকে এখানে দাওয়াত করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন এ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মোফাজ্জল হোসেন। সন্ধ্যায় ইফতারের পর এ আয়োজনের সমাপ্তি হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • গোপনে ফ্যাসিস্টদের সহযোগিতা করলেও কারও ক্ষমা নেই: যুবদল সভাপতি
  • ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালংকার-টাকা লুট
  • ৩নং মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা
  • ক্ষুব্দ হয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন যুবদল কেন্দ্রীয় সভাপতি
  • ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ
  • গাফফারের মৃত্যুতে মহানগর বিএনপির শোক 
  • সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জিতু অধরা
  • কাশীপুরে উজির আলী স্কুলের প্রাক্তনদের ইফতার মাহফিল