কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে প্রায় ২২ ঘণ্টা বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল।

এতে বৃহস্পতিবার রাত থেকে থেকে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে সোনাহাট স্থলবন্দরগামী প্রায় ৩ শতাধিক পাথর ও কয়লা বোঝাইসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন। 

এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। যার ফলে বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলচলকারীরা। 

পাথর বোঝাই ট্রাকচালক রহিম উদ্দিন সমকালকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। শুক্রবার রাত ৯টা পর্যন্ত আমি প্রায় ২২ ঘণ্টা ধরে আটকা পড়েছি। কোনো সমাধান হয়নি।’

মোটরসাইকেলচালক চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পার করলাম। দুই দিকে প্রচুর যানযট থাকায় ভোগান্তিতে পড়ছে সবাই।’

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, দ্রুত সংস্কারের কাজ চলছে। আশা করছি শনিবার সকালের মধ্যে বিষয়টি সমাধান হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনার ‘২০০০’তম গোলে হার উরুগুয়ের

বক্সের বাঁ কোনায় দৌড়ের ওপর উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটালেন হুলিয়ান আলভারেজ। একটু এগিয়েই ঘুরে গেলেন বলটা নিয়ে। থিয়াগো আলমাদা ততক্ষণে উরুগুয়ে বক্সের সামনে। আলভারেজ হোমওয়ার্ক করে আসার মতো করে পাসটা দেন আলমাদাকে।

শরীরে ২৩ বছরের টগবগে রক্ত আর অ্যাটাকিং মিডফিল্ডারের রোমাঞ্চকর মন থাকলে যা হয়; আলমাদা দূরের পোস্ট তাক করে কিক নেন। সবাইকে স্থির দর্শক বানিয়ে বলটা বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে। মাঠের অন্য প্রান্তে আর্জেন্টিনার পোস্টে দাঁড়ানো এমিলিয়ানো মার্তিনেজ গোলটি দেখে এমনভাবে বাঁ হাত নাড়ছিলেন যেন আগুনে ছ্যাকা খেয়েছেন। উরুগুয়ে গোলকিপার সের্হিও রসেটের জন্য তাঁর মায়াও লাগছিল বুঝি। সত্যিই চোখ ধাঁধানো এক গোল!

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আলমাদার এই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো আর্জেন্টিনার। শুধু তাই নয়, দেখা পেয়েছে ২০০০তম গোলেরও। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে প্রস্তুতিটা একদম খারাপ হলো না স্কালোনির দলের। যদিও আলমাদার গোলটি ছাড়া তেমন আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। চোটের কারণে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলা দিবালাদের অনুপস্থিতি তার একপা কারণ। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে উরুগুয়েও তেমন ভালো খেলতে পারেনি। বলার মতো আক্রমণই তৈরি করতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। তবে আর্জেন্টিনা শেষ বাঁশি বাজার পর ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি। যোগ করা সময়ের ৪ মিনিটের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।

বিস্তারিত আসছে…।

সম্পর্কিত নিবন্ধ