বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মার্জিয়া ইসলাম মৌ (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। 

নিহত শিক্ষার্থী ওই ভবনের ৫ম তলার নূরে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মার্জিয়া ইসলাম মৌ উজিরপুর পৌর শহরের মো. শাহিনের মেয়ে।

স্থানীয়রা জানান, নিহত মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালা ঘরের ওপর ও সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মেহেদী হাসান সুমন খান জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থী মার্জিয়া ইসলাম মৌ বিকেল ৪টার দিকে মারা যান। পরিবারের কোনও অভিযোগ না থাকায় জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য রাতে উজিরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মোস্তফা বলেন, ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে কেউ এ বিষয়ে কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ভবন র ছ দ থ ক

এছাড়াও পড়ুন:

নাচ–গান–কবিতায় গণসঙ্গীত সমন্বয় পরিষদের বর্ষবরণ

নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়’ শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝর্ণা আলমগীর ও তারেক আলী।

আরও পড়ুনরমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়৯ ঘণ্টা আগেগণসঙ্গীত সমন্বয় পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনা। ঢাকা, ১৪ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ