Samakal:
2025-04-14@13:14:42 GMT

বাবরের রেকর্ড ভাঙলেন নওয়াজ

Published: 21st, March 2025 GMT

বাবরের রেকর্ড ভাঙলেন নওয়াজ

ভাগ্যগুণে তৃতীয় সুযোগটা পেয়েছিলেন হাসান নওয়াজ। নইলে প্রথম দুই ম্যাচে জোড়া শূন্য পাওয়ার পর এ সিরিজে আর তাঁর মাঠে নামার কথা ছিল না। তবে পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন নওয়াজ। ৪৪ বলে ১০০ করে টি২০ ফরম্যাটে হয়েছেন পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান। ভেঙে দিয়েছেন বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড।

সে সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে কিউইদের ২০৪ রান ৪ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে গেছে পাকিস্তান।

প্রথম ম্যাচে ২ বলে শূন্য ও পরের ম্যাচে ৩ বলে শূন্য রানে আউট হওয়া নওয়াজ গতকাল নেমেছিলেন একটি রানের আশায়। সেই ১ রান তো নিয়েছেনই, সঙ্গে করেছেন রেকর্ড সেঞ্চুরিও। ৯ উইকেটের জয়ের পর হাসিমুখে সে কথাই বলেছেন নওয়াজ, ‘একটা ভাবনা আমার মাথায় ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে।’ 

আর তৃতীয় সুযোগের জন্য ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক আগা সালমান ও সহ-অধিনায়ক সাদাব খানকে, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছি, তাতে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অধিনায়ক ও সহ-অধিনায়ক আমাকে সমর্থন দিয়ে গেছেন। তারা বলেছেন, আমি ম্যাচ উইনার, এটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’ 

ইডেন পার্কে গতকাল তৃতীয় টি২০তে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ২০৪ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ৫.

৫ ওভারে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ৭৪ রান তুলে নেন। ২০ বলে ৪১ রান করে হারিস আউট হলেও নওয়াজ অধিনায়ক সালমানকে নিয়ে ম্যাচ জিতিয়ে আসেন। নওয়াজ ৪৫ বলে ১০৫ এবং সালমান ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল ন নওয় জ

এছাড়াও পড়ুন:

আল-আকসা মসজিদে সাত শতাধিক ইসরায়েলির ‘তাণ্ডব’

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের কমপ্লেক্সে সোমবার (১৪ এপ্রিল) সাত শতাধিক অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী তাণ্ডব চালিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

আজ সোমবারের এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসওভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত তাণ্ডব।

এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নরেট এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বাহিনীর ভারী উপস্থিতিতে এই তাণ্ডব হয়েছে। ইহুদি বসতিরা সেখানে প্রবেশের সময় মসজিদের কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল।  

আরো পড়ুন:

গাজা সিটির একমাত্র সচল হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

চোখের জলে ফিলিস্তিনিদের মুক্তি কামনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সমাপ্ত

এর আগের দিন রবিবারও (পাসওভারের প্রথম দিনে) প্রায় ৫০০ জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল-আকসায় প্রবেশ করে ও তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ইহুদি পাসওভার ছুটির আগে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের উস্কানি কার্যকলাপ তীব্র করেছে।   

পাসওভার হলো-ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এ উৎসব হজরত মূসা (আ.)-এর সময় মিসর থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালিত হয়।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, গত মাসে আল-আকসা মসজিদে ২১বার 'তাণ্ডব' চালানো হয়েছে। জেরুজালেমের প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই মসজিদের কমপ্লেক্সে ১৩ হাজার ৬৪ ইহুদি বসতি অবৈধভাবে প্রবেশ করেছে।  

২০০৩ সাল থেকে, ইসরায়েল শুক্র ও শনিবার বাদে প্রায় প্রতিদিনই বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দিয়েছে। 

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদি ধর্মাবলম্বীরা একে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে। তাদের দাবি, সেখানে তাদের প্রাচীন দুটি উপাসনালয় ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনও স্বীকৃতি দেয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ