নিজের ও পরিচিতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিবকে গ্রেপ্তার করা হয়।

এসপি আনোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে ১৮০ টাকার টিকিট ৪৫০–৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করতেন রাকিব। কালোবাজারী চক্রের সদস্য রাকিব তার নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে ৫টি রেলওয়ে সেবা অ্যাপস অ্যাকাউন্টে খুলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন।’

এ ঘটনায় ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এসপি আনোয়ার হোসেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রোহিঙ্গাদের তথ্য ভাগাভাগি হবে ইসির সঙ্গে

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ইউএনএইচসিআর রোহিঙ্গাদের তথ্য–উপাত্ত (ডেটা) ভাগাভাগি করার বিষয়ে একমত হয়েছে। কীভাবে, কোথায়, কখন এসব তথ্য ব্যবহার করা হবে, তা নিয়ে ইউএনএইচসিআরের সঙ্গে আরও আলোচনা হবে।

আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এনাইডি অনুবিভাগের কর্মকর্তারা। বৈঠক শেষে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, কীভাবে ইসি ডেটা পেতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি দল গঠন করা হয়েছে। সেখানে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনএইচসিআরের প্রতিনিধি থাকছেন। সার্ভার কার কাছে থাকবে, এটি এখনো ঠিক হয়নি। তিনি বলেন, যত দ্রুত রোহিঙ্গাদের ডেটা পাওয়া যাবে, ইসির তত সুবিধা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে তখন আর কষ্ট হবে না। এ ছাড়া ইউএনএইচসিআরের ডেটার সঙ্গে মিলিয়ে দেখে যাদের শনাক্ত করা হবে তাদের এনআইডি ‘লক’ করে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নরসিংদীতে এনআইডির তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কার্যালয়ের দুই কর্মচারী গ্রেপ্তার
  • রোহিঙ্গা ভোটার শনাক্তে সহায়তা দেবে জাতিসংঘ
  • রোহিঙ্গাদের তথ্য ভাগাভাগি হবে ইসির সঙ্গে