ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, আটক ৩
Published: 21st, March 2025 GMT
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা ৩ জনকে আটক করে পুলিশে দেন।
শুক্রবার (২১ মার্চ) এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, “২৫ থেকে ৩০ জনের ওই মিছিল বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ ও স্লোগান দিতে থাকে। এ সময় জনতা ৩ জনকে ধরে সোপর্দ করেছে। ৩ জন থানা হেফাজতে আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
বিচারিক কার্যক্রম শুরু হলে আ.
মেয়েসহ আমুর অবৈধ সম্পদ সাড়ে ৩৮ কোটি টাকা, ৩ মামলা
তিনি বলেন, “ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করেন। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং ৩ জনকে পুলিশে সোপর্দ করে।”
আটক ৩ জন হলেন-যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
গরু চুরির অভিযোগে রুবেলকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলা হয় বিলের মাঝে
চট্টগ্রামের রাউজানে গরু চুরির অভিযোগে মো. রুবেল (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার ১০নং পূর্বগুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৃহত্তর হোয়ারাপাড়া এলাকার মোবারক খালের পূর্ব পাশের বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুবেল চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার প্রয়াত নুরুল আলমের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার ভোরে পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ বিলের মাঝখানে ফেলে রাখে। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নানতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাউজান থানা পুলিশ জানায়, নিহত রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।
পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, ‘চোরাই একটি গরু উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।’