দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এ ইফতার আয়োজন করা হয়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের অন্যতম সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, কংগ্রেস সাংসদ শশী থারুর, দলের নেত্রী অম্বিকা সোনি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আইইউএমএলের কেরল রাজ্যের প্রধান সৈয়দ সাদিক আলী থাঙ্গাল প্রমুখ।

এর পাশাপাশি সমাজবাদী পার্টির সংসদ সদস্য অভিনেত্রী জয়া বচ্চন, কংগ্রেস নেতা গৌরব গগৈ, ডিএমকে নেতা টি শিবা ও এ রাজা, এমডিএমকে প্রধান ভাইকো, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি ও মহুয়া মৈত্র, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিয়া সুলে, ভিসিকের থোল থিরুমাভালাভন, বিজেপির নিরজ শেখর, কংগ্রেস নেত্রী শামা মহম্মদ, আম আদমি পার্টির (আপ) সঞ্জয় সিংসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ইফতার পার্টিতে দেখা যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র ইফত র প র ট কলক ত ইফত র

এছাড়াও পড়ুন:

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং ৪২ জন রোহিঙ্গা বলে জানিয়েছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আরো পড়ুন:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০০

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ