পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা চালককে হত্যা
Published: 21st, March 2025 GMT
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে সাব্বির শিকদার (২৫) নামে এক অটোরিকশা চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।
শুক্রবার দুপুরে ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
নিহত সাব্বির শিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন শিকদারের ছেলে।
শুক্রবার সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের টিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা হারুন শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয় সাব্বির। এরপর সে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের মৃতদেহ দেখে শনাক্ত করা হয়। তবে ঘটনাস্থলে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা চালককে হত্যা
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রাম থেকে সাব্বির শিকদার (২৫) নামে এক অটোরিকশা চালককের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে।
শুক্রবার দুপুরে ওদনকাঠী গ্রামের রাস্তার পাশ থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ।
নিহত সাব্বির শিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন শিকদারের ছেলে।
শুক্রবার সকালে স্থানীয়রা নির্জন রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়। পরে পিরোজপুর সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের টিম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা হারুন শিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয় সাব্বির। এরপর সে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের মৃতদেহ দেখে শনাক্ত করা হয়। তবে ঘটনাস্থলে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকিত হাসান খান জানান, সদর উপজেলার টোনা ইউনিয়ন থেকে সাব্বির নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও উদঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।